X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের অভিশংসন চান আক্রমণের শিকার নারী আইনপ্রণেতারা

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৯, ১৭:১৪আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:১৬
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ণবাদী’ আক্রোশের শিকার হওয়া কংগ্রেসের চার নারী সদস্য তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে ওই নারী সদস্যরা মার্কিনিদের ‘ট্রাম্পের বাজি’তে না ভোলার আহ্বান জানায়।  তাদের কেউ কেউ ট্রাম্পের অভিশংসনেরও দাবি তোলেন। ট্রাম্পের অভিশংসন চান আক্রমণের শিকার নারী আইনপ্রণেতারা

সোমবার কংগ্রেসের কয়েকজন নারী সদস্যকে নিয়ে বিদ্বেষমূলক টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিক তিনটি টুইট পোস্ট করে কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে কটাক্ষ করেন তিনি।  ওই টুইটে ট্রাম্প অভিযোগ করেন, নারী কংগ্রেস সদস্যরা এমন দেশ থেকে এসেছেন যেখানকার সরকার সম্পূর্ণ বিপর্যস্ত।" তাই সেখানেই তাদের ফিরে যেতে বলেন তিনি।  তার এই টুইটের পর শুরু হয়েছে সমালোচনা, অনেকে একে বর্ণবাদ বলে আ্যখা দেন।

 ট্রাম্পের এই টুইট মূলত চারজন ভিন্ন বর্ণের নারী আইনপ্রণেতার উদ্দেশে। তাদের তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে আরেকজন শিশু অবস্থাতেই যুক্তরাষ্ট্রে যান এবং সেখানই বসবাস শুরু করেন। অ্যালেকজান্ডার ওকাসিও , রশিদা তালিব, আয়না প্রিসলি ও ইলহান ওমর চারজন নারী সদস্যই ট্রাম্পের এমন টুইটের সমালোচনা করেছেন।  প্রিসলি বলেন, ‘এটা আসলে ট্রাম্প প্রশাসনের করা বিশৃঙ্খলা ও দুর্নীতি ঢাকার একটি কৌশল মাত্র।  

আর ওমর এবং রশিদা তালিব আবারও ট্রাম্পের অভিসংশনের দাবি জানিয়েছেন।  প্রিসলি বলেন, ‘ট্রাম্প আমাদের চাপে ফেলে চুপ করাতে পারবে না। তিনি বলেন, ‘যারা পৃথিবীকে সুন্দর করতে চায় তারা সবাই আমদের সঙ্গে আছেন।’ ওই চার নারী বলেন, স্বাস্থ্যসেবা, অস্ত্র সহিংসতা ও মেক্সিকো সীমান্তে অভিবাসী আটকের বিষয় সামনে আসা উচিত। ওমর বলেন, ইতিহাসের চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি অভিবাসীদের বিরুদ্ধে আটক অভিযানের সমালোচনা করেন।

ওমর বলেন, ট্রাম্পের এই আক্রোশ আসলে তার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি দেশকে বিভক্ত করার বাইরে আর কিছুই করতে পারেননি। তালিব বলেন, ট্রাম্পের বক্তব্য সালে বর্ণবাদী ও জেনোফোবিক আদর্শেরই অব্যাহত ধারা।  তিনি বলেন, আমরা আমাদের দেশের আইন অনুযায়ী তাকে দোষী মনে করি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল