X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইরানকে নিয়ে খেলবেন না: যুক্তরাষ্ট্রকে জারিফ

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৯, ১৯:১৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:০২

ইরানকে নিয়ে না খেলতে ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনও তৎপরতার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। ইরানকে নিয়ে খেলবেন না: যুক্তরাষ্ট্রকে জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উপস্থিতির কারণেই বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।

শনিবার আমেরিকা সফর শেষে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছে তিনি বলেন, আমেরিকা বিশ্বের যেখানেই গেছে সেখানেই নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর, মধ্যপ্রাচ্য, ল্যাটিন এবং দক্ষিণ আমেরিকায় ওয়াশিংটনের উপস্থিতির কারণে সেখানে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

তিনি বলেন, বিশ্বের এমন কোনও স্থানের নাম তার জানা নেই যেখানে আমেরিকার উপস্থিতির কারণে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। তারা যেখানেই গেছে সেখানেই উগ্রবাদ ও সন্ত্রাসের জন্ম হয়েছে।

এমন সময়ে জারিফ এসব কথা বললেন যখন হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের ওই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি-র জনসংযোগ বিভাগ বলছে, আমেরিকা যে মিথ্যা বলছে তা সবার সামনে তুলে ধরতেই এই ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।

আইআরজিসি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি ড্রোন ধ্বংসের যে দাবি করেছেন তা ডাহা মিথ্যাচার। ট্রাম্প যে ড্রোনটি ধ্বংসের দাবি করেছেন সেটি মার্কিন রণতরী ইউএসএস বক্সারের ছবি ও ভিডিও ধারণের পর নিরাপদে ফিরে এসেছে। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারের প্রবেশের সময় থেকে পরবর্তী তিন ঘন্টা ধরে সেটি পর্যবেক্ষণ করেছে ইরানি ড্রোন।

প্রকাশিত ভিডিওতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারের হরমুজ প্রণালীতে প্রবেশের সময় এবং এর আগের ও পরের দৃশ্য রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। এতে বলা হয়, ইরানি ড্রোনের তোলা ফুটেজে দেখা গেছে, ট্রাম্প ড্রোনটি ধ্বংসের দাবি করার পরও সেটি মার্কিন যুদ্ধজাহাজের ছবি তুলে তা তেহরানে পাঠিয়েছে এবং মিশন শেষ করে ড্রোনটি ঘাঁটিতে ফিরেছে।

ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ধ্বংসের দাবি করলেও বাস্তবে এমন কিছু ঘটেনি। বরং মার্কিন বাহিনী নিজেদেরই কোনও ড্রোন ধ্বংস করে থাকতে পারে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি-ওতার দেশের কোনও ড্রোন ভূপাতিতের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালী বা অন্য কোথাও আমাদের কোনও ড্রোন হারায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইলেক্ট্রনিক জ্যামিং-এর মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ওই ড্রোনটি মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের এক হাজার মিটার সীমার মধ্যে চলে আসলে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে এটিকে ভূপাতিত করা হয়।

গত ২০ জুন আমেরিকার একটি চালকবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে গুলি করে ভূপাতিত করে ইরানি বাহিনী। ওই ঘটনা দুই দেশের বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এরপর  ইসরায়েলপন্থী মার্কিন খ্রিস্টানদের এক অনুষ্ঠানে তেহরানের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালিতে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে সবাইকে জানাতে চাই আমি। এটি ইউএসএস বক্সার সম্পর্কিত, যা একটি উভচর যুদ্ধজাহাজ। অনেক বেশি কাছে প্রায় এক হাজার গজের মধ্যে চলে আসার কারণে ইরানের একটি ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে বক্সার। ড্রোনটি বেশ কয়েকবার হুঁশিয়ারি এবং থামার নির্দেশ উপেক্ষা করে জাহাজ এবং ক্রুদের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করায় এমন পদক্ষেপ নেওয়া হয়। ড্রোনটি সঙ্গে সঙ্গেই ধ্বংস করা হয়।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ইরানের বহু উসকানিমূলক ও শত্রুভাবাপন্ন আচরণের মধ্যে এটি একটি। নিজেদের লোকবল, স্থাপনা এবং স্বার্থরক্ষার পুরো অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের।’

রবিবার তেহরান জানিয়েছিল, আরব উপসাগরে তেলপাচারের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার ও এর ১২ নাবিককে আটক করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির রেভ্যুলিউশনারি গার্ডের উদ্ধৃতি দিয়ে জানায়, জাহাজটি ১০ লাখ লিটার জ্বালানি চোরাচালান করছিল। পরে পানামার পতাকা সংবলিত রিয়াহ ট্যাংকারের চারপাশে ইরানের স্পিডবোটের টহল দেয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করে রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরান জানায়, লারাক দ্বীপের দক্ষিণাঞ্চল থেকে ট্যাংকারটি আটক করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের উচিত আটক করা বিদেশি জাহাজটিকে দ্রুত ছেড়ে দেওয়া।

গত মে মাস থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল এলাকায় ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে সব অভিযোগ অস্বীকার করেছে তেহরান। সূত্র: রয়টার্স, পার্স টুডে, মিডল ইস্ট আই।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ