X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের ‘মানবিক’ সফরের অনুমোদন প্রত্যাখ্যান রাশিদা তালিবের

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ১২:১৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:৩৯
image

ভিসা প্রত্যাখ্যানের পর ইসরায়েল যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা রাশিদা তালিবকে ফিলিস্তিনে ‘মানবিক কারণে’ পারিবারিক সফরের অনুমতি দেওয়ার পর পশ্চিম তীরে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি। সেখানে রাশিদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ না করার শর্তে ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে এই অনুমতি দেয়। তবে শুক্রবার ইসরায়েলের ওই শর্তকে ‘নিপীড়নমূলক শর্ত’ উল্লেখ করে ফিলিস্তিনে না যাওয়ার সিদ্ধান নেন রাশিদা। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইসরায়েলের ‘মানবিক’ সফরের অনুমোদন প্রত্যাখ্যান রাশিদা তালিবের

শুক্রবার সকালে এক টুইট বার্তায় রাশিদা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি এই নিপীড়নমূলক শর্ত মেনে দাদিকে দেখতে যাওয়ার মানে হলো; আমি যে বর্ণবাদ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাস করি, তার বিরুদ্ধে যাওয়া’।

রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য। তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের সঙ্গে যুক্ত। মার্কিন এই নারী আইনপ্রণেতা ট্রাম্প ও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কঠোর সমালোচক। ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা ফিলিস্তিনপন্থী বিডিএস আন্দোলনেরও সমর্থক। বিশেষ করে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কারণে তিনি বিডিএস আন্দোলনকে সমর্থন দিচ্ছেন। ইসরায়েলি আইন অনুসারে,  বিডিএস সমর্থকদের ইসরায়েলে প্রবেশের ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ দেরীকে লেখা এক চিঠিতে রাশিদা তালিব দাদিকে দেখতে যাওয়ার  জন্য তাকে অনুমতি দেওয়ার অনুরোধ করেছিলেন। বলেছিলেন, এটি হতে পারে তার দাদিকে শেষবার দেখার সুযোগ। তিনি আরও লিখেছিলেন, তার যাওয়ার বিষয়ে যে কোনও নিয়ম বা সীমাবদ্ধতা ঠিক করে দেওয়া হলে তা তিনি পালন করবেন, তার প্রতি সম্মান দেখাবেন।

ইসরায়েল তখন বলছিলো, ইসরায়েলকে বয়কট করতে পারে এমন কোনও কাজকে উৎসাহিত করতে পারবেন না রাশিদা; এই শর্তে তার পারিবারিক সফরের অনুরোধকে ‘মানবিক আবেদন’ হিসেবে বিবেচনা করবে দেশটি। পরে শুক্রবার তার এ সফরের আবেদনে অনুমোদন দেয় ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের শর্তসাপেক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘অহঙ্কার’ করার জন্য রাশিদার সমালোচনা করেছেন।

মার্কিন আইনপ্রণেতা রাশিদা এই চিঠি প্রকাশ্যে উল্লেখ করেননি এবং তিনি কেন নিজের মত পরিবর্তন করেছেন তা পরিষ্কার নয়। তবে ফিলিস্তিন সমর্থক একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব বলেছেন যে, বাক স্বাধীনতা ছাড়া সফর করার মানেই হলো ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করা।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির দুই নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবকে দেশটিতে সফরের অনুমতি বাতিল করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই নারী কংগ্রেস সদস্যকে ইসরায়েলের প্রবেশ করতে না দেওয়ার আহ্বান জানানোর পর গত বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবারের সিদ্ধান্তকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা বলে উল্লেখ করেছেন ইলহান ওমর।

ইসরায়েল শুরুতে এই দুই মার্কিন কংগ্রেস সদস্যকে ভিসা দিয়েছিল। কিন্তু পরে ট্রাম্পের চাপের মুখে নেতানিয়াহু তা বাতিল করেন। শনিবার এই বিষয়ে ইসরায়েলকে চাপ দেওয়ার খবর প্রকাশিত হলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। 

/এইচকে/এএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?