X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে স্কুল খুললেও অনুপস্থিত শিক্ষার্থীরা

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৯, ১৫:৫২আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৬:১০
image

কাশ্মির উপত্যকার উচ্চ বিদ্যালয়গুলো ২৮ আগস্ট খুলে দেওয়া হলেও শিক্ষার্থীরা উপস্থিত হয়নি। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পূর্বে আরোপিত বিধিনিষেধগুলো প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গেছে, বিদ্যালয়গুলোতে কেবল সীমিত সংখ্যক কর্মচারীকে উপস্থিত হতে দেখা গেছে। কাশ্মিরে স্কুল খুললেও অনুপস্থিত শিক্ষার্থীরা

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মির পুনর্বিন্যাস বিল। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। সরকারি-বেসরকারি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে প্রশাসন। আস্তে আস্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করলেও সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। 

কর্মকর্তারা বলছেন, উচ্চ বিদ্যালয়গুলো আজ (২৮ আগস্ট) সকালে খুলেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত সংখ্যক কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। এরআগে জম্মু-কাশ্মিরের তথ্য ও জনসংযোগ পরিচালক সেরিশ আসগর ২৭ আগস্ট (গতকাল) বলেন, ‘কাশ্মির উপত্যকার যে সব এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে, সেসব এলাকার উচ্চ বিদ্যালয়গুলো আগামীকাল (২৮আগস্ট) থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।’

এদিকে কাশ্মির উপত্যকার ৮১টি পুলিশ স্টেশন এলাকাজুড়ে জনগণের চলাচলের ওপর জারি বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিদ্যালয়গুলোর পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেছেন কাশ্মির শিক্ষা বিভাগের পরিচালক ইউনিস মালিক। তিনি গতকাল (২৭ আগস্ট) দাবি করেন, উপত্যকার ৩০৩৭টি প্রাথমিক ও ৭৭৪টি মাধ্যমিক বিদ্যালয় খোলা হয়েছে। গত এক সপ্তাহে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতির তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ‘অগ্রগতিমূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অধিকাংশ এলাকার টেলিফোন পরিষেবা চালু করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এ উপত্যকার যোগাযোগ বিধিনিষেধ শিথিল করা হয়েছে।’

 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী