X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে হঠাৎ হাজির ট্রাম্প, রাখলেন না বক্তব্য

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৭

পূর্ব ঘোষণা ছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক জলবায়ু সম্মেলনে হঠাৎ করে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত হয়ে দর্শক সারিতে ১৫ মিনিট অবস্থান করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের বক্তব্য শেষ হলে তিনি সম্মেলন স্থল ত্যাগ করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সম্মেলনে ট্রাম্পের উপস্থিতিকে এক ধাপ অগ্রগতি বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের দর্শক সারিতে ১৫ মিনিট অবস্থান করেন ট্রাম্প

শিল্প বিপ্লব পরবর্তী যুগে উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। উষ্ণায়নের কারণে গলছে হিমবাহের বরফ, উত্তপ্ত হচ্ছে সমুদ্র, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র। শিল্পোন্নত দুনিয়ার কার্বন মচ্ছবের কারণে প্রত্যক্ষ ক্ষতির মুখে পড়ছে অপেক্ষাকৃতি দরিদ্র দেশগুলো। বৈশ্বিক উষ্ণতা রোধে করণীয় নির্ধারণের ধারাবাহিকতায় সোমবার জাতিসংঘ সদর দফতরে ইউএন ক্লাইমেট অ্যাকশন সামিট আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্মেলনের শুরুতে প্রথা ভেঙে জাতিসংঘ মহাসচিব বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, বৈশ্বিক উষ্ণতা রোধে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কেউ পোডিয়ামে (বক্তব্য রাখার মঞ্চ) আসবেন না।

সোমবার জলবায়ু সম্মেলন শুরুর কিছুক্ষণ পর সেখানে পূর্ব ঘোষণা ছাড়া উপস্থিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৫ মিনিট অবস্থান করে বক্তব্য না রেখেই বেরিয়ে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ট্রাম্প বলেন,  ‘আমি বিশুদ্ধ পানি ও বাতাসের একজন বড় সমর্থক। সব দেশেরই একত্রিত হওয়া উচিত আর তা করা উচিত এবং তাদের নিজেদের জন্যই তা করা উচিত। এটা খুব, খুব গুরুত্বপূর্ণ’।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক এই সম্মেলনের সময়ে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অপর এক সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি রাখেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে ডেমোক্র্যাট ও পরিবেশকর্মীদের সমালোচনার মুখে পড়েন তিনি। অবশ্য মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তনকে আগেও প্রশ্নবিদ্ধ করেছেন ট্রাম্প। এক পর্যায়ে তিনি এটাকে চীনা ধাপ্পাবাজি বলেও অভিহিত করেন।

সোমবার জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন সামিট উদ্বোধনের সময় জাতিসংঘের মহাসচিব মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তনকে অস্তিত্বের হুমকি হিসেবে অভিহিত করেন। সতর্ক করে দিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আমরা যদি দ্রুত আমাদের জীবনযাপনের পদ্ধতি না বদলাই তাহলে আমরা জীবনকেই বিপন্ন করে তুলবো’। তবে এই চরম বৈশ্বিক চ্যালেজ্ঞ মোকাবিলা করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সম্মেলনে ট্রাম্পের উপস্থিতিকে এক ধাপ অগ্রগতি বলে অভিহিত করেন তিনি। ট্রাম্পের বক্তব্য না রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মৃদু হাসি দিলেও কোনও উত্তর দেননি গুতেরেস।

/জেজে/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী