X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রুশ পার্লামেন্টে বক্তৃতার আমন্ত্রণ পেলেন গ্রেটা থানবার্গ

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ১৭:১৭আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৭:২২

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ১৬ বছর বয়সী সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ। রুশ তরুণদের উদ্দেশে তাকে বক্তব্য দেওয়ার করার আমন্ত্রণ জানিয়েছেন ডুমার প্রাকৃতিক সম্পদ বিষয়ক কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান ও আইনপ্রণেতা ভ্যাসিলি ভ্লাসোভ। রাশিয়ার সুইডিশ দূতাবাসে পাঠানো এক চিঠির মাধ্যমে গ্রেটাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ

জলবায়ু পরিবর্তনরোধে ভূমিকার দাবিতে ২০১৮ সালে সুইডেনের পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেন স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। সম্প্রতি তার প্রতি সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে এই আন্দোলনে শামিল হয় লাখ লাখ মানুষ। গত সপ্তাহে জাতিসংঘ আয়োজিত এক সম্মেলনে জলবায়ু পরিবর্তনরোধে বিশ্বনেতারা যথাযথ ভূমিকা রাখছেন না অভিযোগ করে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন এই জলবায়ুকর্মী।

এবার তাকে রুশ পার্লামেন্টে বক্তৃতার আমন্ত্রণ জানিয়ে ভ্যাসিলি ভ্লাসোভ লিখেছেন, ‘বৈশ্বিক বাস্তুতন্ত্রের সমস্যা নিয়ে রাশিয়ার তরুণদের উদ্বেগ সম্পর্কে আমি অবগত। আমি এটাও জানি যে, এই ধরণের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান খোঁজা প্রাপ্তবয়স্ক রাজনীতিবিদদের জন্য কতোটা কঠিন হতে পারে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যখন আমাদের ভবিষ্যতের প্রশ্ন আর আমাদের বিলুপ্তির প্রশ্ন তখন আমরা চুপ থাকব না। আমার পক্ষ থেকে আমি আপনার সুবিধা মতো যেকোনও দিন রাশিয়ার তরুণদের উদ্দেশে ডুমায় বক্তব্য রাখার আমন্ত্রণ জানাচ্ছি’।

চিঠিতে গ্রেটা থানবার্গের কঠোর ইচ্ছাশক্তি ও উদ্দীপনার প্রশংসা করেন ভ্যাসিলি ভ্লাসোভ।

পৃথক আরেকটি চিঠিতে রাশিয়ায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ম্যালেনা মার্দকে লেখা চিঠিতে গ্রেটার চিঠিটি তাকে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, তরুণ এই জলবায়ুকর্মীর অবস্থানের সঠিক কোনও তথ্য তিনি জানেন না। ফলে তাকে সরাসরি এই চিঠি তিনি পাঠাতে পারেননি।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস