X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারতীয় চন্দ্রযান বিক্রমকে খুঁজে পায়নি নাসা

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৭:০৮
image

ভারতীয় চন্দ্রাভিযানের রোভার বিক্রম’কে তল্লাশি চালিয়েও খুঁজে পায়নি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চাঁদে অবতরণের ৩৮ দিন পরও পর্যন্ত বিক্রম নিখোঁজ থাকলেও এর অরবিটার চাঁদের পৃষ্ঠদেশের অজানা অনেক গহ্বরের ছবি খুব কাছ থেকে নিখুঁতভাবে তুলতে পেরেছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ভারতীয় চন্দ্রযান বিক্রমকে খুঁজে পায়নি নাসা

সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের দ্বিতীয় অভিযান পরিচালনা করে ভারত। গত ৭ সেপ্টেম্বর চাঁদের পিঠে অবতরণের কথা ছিল তাদের চন্দ্রযান-২ এর রোভার বিক্রম-এর। কিন্তু শেষ মুহূর্তে শেষ মুহূর্তে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তা। সে সময় সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছিলেন, চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে নিজের গতিবেগ কমাতে ব্যর্থ হয় বিক্রম। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার। যেখানে ৭ কিমি গতিবেগ থাকার প্রয়োজন ছিল। ফলে সফল অবতরণ হয়নি বলে প্রতীয়মান হয়। ভারতের চন্দ্রাভিযান শতভাগ সফল না হলেও দেশটির প্রচেষ্টা সে সময় নজর কেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। এরপরই মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সময় চন্দ্রযান-২-এর নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম এখন ঠিক কোথায় রয়েছে, কী অবস্থায় রয়েছে, তা জানা যায়নি। চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করা নাসার মহাকাশযান ‘লুনার রিকনাইস্যান্স অরবিটার (এলআরও)’ বহু চেষ্টা চালিয়েও খুঁজে পায়নি বিক্রমকে। এলআরও’র বিজ্ঞানী নোয়া এডওয়ার্ড পেট্রো বলেছেন, ‘চাঁদের দক্ষিণ মেরুর যে এলাকায় সেপ্টেম্বরে আলতো ভাবে অবতরণের কথা ছিল বিক্রমের, কক্ষপথে প্রদক্ষিণের সময় গত ১৪ অক্টোবর সেই বিস্তীর্ণ এলাকার ছবি তুলেছে এলআরও। তবে কোনও ছবিতেই ইসরোর পাঠানো চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের হদিস জানা সম্ভব হয়নি।’

নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ বছরের গোড়ার দিকে চাঁদে নামার সময় মুখ থুবড়ে পড়া ইজরায়েলি ল্যান্ডার ‘বেরেশিট’-এর খোঁজ পরে যে প্রযুক্তিতে মিলেছিল, সেই পদ্ধতি ও প্রযুক্তিরই সাহায্য নেওয়া হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে নামা বিক্রমের খোঁজ পেতে। কিন্তু তাতেও হদিস মেলেনি বিক্রমের। এলআরও মিশনের ডেপুটি প্রজেক্ট বিজ্ঞানী জন কেলার বলেছেন, ‘যে এলাকায় নামার কথা ছিল ইসরোর ল্যান্ডার বিক্রমের, চাঁদের দক্ষিণ মেরুর সেই এলাকা ছায়াতেই ঢাকা থাকে বেশি। তাই হয়তো এলআরও হদিশ পায়নি বিক্রমের।’

এর আগেও ১৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর ওই এলাকার উপর দিয়ে কক্ষপথে প্রদক্ষিণ করেছিল নাসার মহাকাশযান এলআরও। সেই সময়ও বিক্রমের দেখা পায়নি নাসার মহাকাশযান। তবে ইসরো  জানিয়েছে,  চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে খুব ভাল কাজ করছে চন্দ্রযান-২-এর অরবিটার। অরবিটারে থাকা সর্বাধুনিক ‘ডুয়াল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার রাডার (ডিএফ-এসএআর)’ চাঁদের পিঠে বেশ কয়েকটি অজানা, অচেনা গহ্বরের ছবি খুব কাছ থেকে তুলতে পেরেছে। যেগুলোর মধ্যে যেমন রয়েছে কয়েকশ’ কোটি বছরের পুরনো গহ্বর, তেমনই রয়েছে হালে তৈরি হওয়া কয়েকটি গহ্বরও।’

চাঁদে দু’ধরনের গহ্বর রয়েছে। এক ধরনের গহ্বর তৈরি হয়েছে আগ্নেয়গিরি থেকে। যে আগ্নেয়গিরিগুলি এখন মৃত। এই গহ্বরগুলিকে বলা হয় ‘ভলক্যানিক ক্রেটার’। আর এক ধরনের গহ্বর রয়েছে, যেগুলো তৈরি হয়েছে কয়েকশ’ কোটি বছর ধরে চাঁদের পিঠে বিভিন্ন দিক থেকে আসা উল্কা, উল্কাপিণ্ড বা গ্রহাণু আছড়ে পড়ায়। এই ধরনের গহ্বরগুলিকে বলা হয় ‘ইমপ্যাক্ট ক্রেটার’।

বহু বহু দূর থেকে প্রচণ্ড গতিবেগে ছুটে এসে উল্কা বা গ্রহাণু আছড়ে পড়ার ফলে চাঁদের বুকে তৈরি হওয়া ইমপ্যাক্ট ক্রেটারগুলির গভীরতা অনেকটাই বেশি হয় ভলক্যানিক ক্রেটারের চেয়ে। তাই চন্দ্রযান-২-এর অরবিটার চাঁদের বুকে এই ধরনের অজানা, অচেনা ইমপ্যাক্ট ক্রেটারের ছবি নিখুঁত ভাবে তুলতে পারায় চাঁদের বুকের অন্দরে কী কী পদার্থ রয়েছে, কতটা জল রয়েছে এখনও তার সন্ধান করার কাজটা সহজতর হতে পারে বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ