X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারি পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ রাখতে পারে ভারত

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ১৭:৫৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:১৩

পেঁয়াজের রফতানি নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ভারত। বৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া এবং পর্যাপ্ত সরবরাহ না থাকায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। সে দেশের এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ কারণে রফতানি নিষেধাজ্ঞার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেঁয়াজ বিশ্বে সবচেয়ে বেশি পেঁয়াজ রফতানি করে থাকে ভারত। সেপ্টেম্বর থেকেই রফতানি বন্ধ রাখলেও বৃষ্টি ও বন্যার কারণে ভারতে পেঁয়াজের ঘাটতি পূরণ হয়নি। নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশ স্থানীয় চাহিদা পূরণে বিকল্প পথ খুঁজছে। বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়ে গেছে।

ভারতের রাষ্ট্রীয় হর্টিকালচার গবেষণা ও ‍উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, বিগত ছয় বছরে এবারই পেঁয়াজের দাম সর্বোচ্চ। নভেম্বরের শুরুর দিকে ভারতে পাইকারি কেজিপ্রতি পেঁয়াজের দাম ছিল ৫৫ রুপি, এখন তা দাঁড়িয়েছে ৪০ রুপিতে।

এর আগে পেঁয়াজ চাষি ও সরকরি কর্মকর্তারা ভেবেছিলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে আবার রফতানি শুরু করা হবে। তবে ভারতের গ্রাহক বিষয়ক দফতরের ‌ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিকেজি পেঁয়াজের দাম ২০ রুপিতে নামার আগে তারা রফতানির কথা ভাবছেন না। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম কমলে আবার আমরা রফতানির কথা চিন্তা করবো। এই মুহূর্তে তা সম্ভব নয়। জানুয়ারি থেকে আমাদের সরবরাহ বাড়তে পারে।’

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলোকে এখন মিয়ানমার, মিসর, তুরস্ক ও চীনের পেঁয়াজের ওপর নির্ভর করতে হচ্ছে।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা