X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইরাকে ইঙ্গো-মার্কিন বাহিনীর দুই গোপন কারাগারের সন্ধান

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২০:৪৭

২০০৩ সালে ইরাকে আগ্রাসন শুরুর পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অন্তত দুটি গোপন কারাগার পরিচালনা করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের কাছেও বিষয়টি গোপন রাখা হয়। মধ্যপ্রাচ্য-বিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, কারাগারের অস্তিত্ব সম্পর্কে জানার পর সে সময় ইরাকে নিযুক্ত ব্রিটিশ সেনাবাহিনীর সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ইরাকে ইঙ্গো-মার্কিন বাহিনীর দুই গোপন কারাগারের সন্ধান

সম্প্রতি বিবিসি ও সানডে টাইমসের যৌথ অনুসন্ধানে ব্রিটিশ সরকার ও সেনাবাহিনীর সিনিয়র কমান্ডারদের বিরুদ্ধে ইরাক ও আফগানিস্তানে হত্যা ও নিপীড়ন গোপন করার অভিযোগ উঠে এসেছে। যুদ্ধাপরাধ তদন্তে নিয়োজিত ১১জন বেসামরিক পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, সেনাবাহিনীর সুনাম রক্ষায় ওই সময়ে কোনও বিচারিক প্রক্রিয়ার কথাই প্রকাশ না করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের অনুসন্ধানেই দুই গোপন কারাগারের অস্তিত্বের কথা জানা গেছে।

দুটি কারাগারের একটি ছিলো দেশটির পশ্চিমাঞ্চলীয় মরুভূমির একটি বিমানঘাটি ও তেল পাইপলাইন পাম্পিং স্টেশনের পাশে। এইচ-১ নামে পরিচিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি ছিলো সেখানে। ওই কারাগার নিয়ে অভিযোগ উত্থাপন করেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর আইনজীবী।  আর দ্বিতীয় কারাগারটি ছিলো সিরীয় সীমান্তবর্তী আল-কায়িম শহরের বাইরে। এটি যৌথ বাহিনীর স্টেশন ২২ নামে পরিচিত ছিলো।

এইচ-১ স্থাপনায় কারাগারের অস্তিত্ব সামনে আসে ২০০৩ সালের জুন মাসে। ওই সময়ে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) একটি বেনামি ফোন কল পায়। ফোনকলে অভিযোগ করা হয়, কারাগারে নেওয়ার সময় এক ইরাকি বন্দিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আরএএফ পুলিশ এই ঘটনা তদন্ত করতে গিয়ে ধারাবাহিকভাবে বাধার মুখে পড়ে। মিডল ইস্ট আই  তাদের অনুসন্ধান সূত্রে জানিয়েছে, এক সময়ে এই মামলার ফাইল আরএএফ আইনজীবীর কার্যালয় থেকে হারিয়ে যায়। এ বছর প্রকাশ পাওয়া এক বিচারকের নেতৃত্বাধীন তদন্ত রিপোর্টে ওই বন্দি হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে নিহত ইরাকিকে তারিক সাবরি মাহমুদ বলে উল্লেখ করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা