X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চীন থেকে মার্কিনিদের ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ০১:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৩:৩৫

করোনা ভাইরাস আতঙ্কে চীন থেকে নিজেদের নাগরিক ও কূটনীতিকদের ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে একটি চার্টার্ড বিমানের ব্যবস্থাও করেছে তারা। রবিবার এই বিমান চীনের উহান শহরে গিয়ে মার্কিনিদের নিয়ে আসার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চীন থেকে মার্কিনিদের ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

চীনে আক্রান্ত ও মৃতের বেশিরভাগ খবর মূলত হুবেই প্রদেশ থেকেই আসছে। তবে জাতীয় পর্যায়ে এ সংক্রান্ত বিশদ কোনও ডাটা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। উহানসহ মোট তিনটি শহরের প্রায় দুই কোটি মানুষকে শহর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প ও পরিবহন কেন্দ্র হিসেবে জনপ্রিয় ও জমজমাট শহর উহানে এখন কার্যত সুনসান নীরবতা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্রের পাঠানো ওই বিমানে মার্কিন নাগরিক, তাদের পরিবার ও কূটনীতিকসহ ২৩০ জনকে ফিরিয়ে আনবে। ইতোমধ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নতুন এক সংক্রামক রোগের বিস্তার ঘটছে। তবে মার্কিন নাগরিকদের উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।  

বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় উহান কনস্যুলেটে থাকা সব মার্কিন নাগরিক ও তাদের পরিবারকে ফিরে আসতে বলেছে। তবে তাদের নিয়ে আসা হবে কি না এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

রয়টার্সকে পাঠানো এক ইমেইল বার্তায় ওই মুখপাত্র বলেন, ‘মার্কিন কর্মী ও তাদের পরিবারকে মূলত এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণেই সরানো হচ্ছে। উহানে হাসপাতালে চিকিৎসা স্বল্পতা ও যোগাযোগ বন্ধ করে দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!