X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ১৭:২১আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৯
image

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটির সঙ্গে সমঝোতার জন্য এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না ওয়াশিংটন। ২৫ জানুয়ারি শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউজের এমন অবস্থানের কথা জানান তিনি।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সম্প্রতি জার্মান সাময়িকী ‘ডের স্পাইজেল’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এখনও তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতার দ্বার উন্মুক্ত।’ এর জবাবে শনিবার টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা করতে চায় তেহরান, তবে তার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান। কিন্তু না; ধন্যবাদ।’ টুইটটিতে রিপাবলিকান সমর্থক ফক্স নিউজ, ওএএনএন (ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক)-কে মেনশন করেন ট্রাম্প। প্রথমে ইংরেজিতে করা ওই টুইটটি পরে ফারসি ভাষায় আবারও পোস্ট করেন তিনি।

গত ৩ জানুয়ারি ইরাকে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় কয়েক দশকের মধ্যে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায়। পরে ওই হামলার প্রতিশোধ নিতে বাগদাদে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। ২০১৮ সালের মে মাসে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এতে ইরানের অর্থনীতি ও তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

/এইচকে/এমপি/এমওএফ/
সম্পর্কিত
আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস