X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সফরের প্রতিবাদে ভারতে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদ জানিয়ে কলকাতায় বিক্ষোভ করেছে বামপন্থী সংগঠনগুলো। ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি বিক্ষোভ মিছিল থেকে ট্রাম্পবিরোধী শ্লোগান দেওয়া হয়েছে।

ট্রাম্পের সফরের প্রতিবাদে ভারতে বিক্ষোভ

সোমবার ভারতীয় সময় দুপুর ১১টা ৪০ মিনিটে গুজরাটের আহমেদাবাদে অবতরণ করে ট্রাম্প তার সফরসঙ্গীদের নিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে যান। পরে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গুজরাটের মোতেরা স্টেডিয়ামে উপস্থিত হন। সেখান থেকে আগ্রার তাজমহল সস্ত্রীক পরিদর্শনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিল্লি পৌঁছান তিনি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে সোমবার বামপন্থী শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনগুলোর ডাকে ধর্মতলা থেকে সম্মিলিত প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল।  যদিও দক্ষিণ কলকাতার মার্কিন দূতাবাসের অনেক আগে, ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ। এই মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিমকে। মিছিল থেকে ট্রাম্পকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে সরকারের গৃহীত নীতির-বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে। 

এদিকে পৃথক একটা প্রতিবাদ মিছিল বের করেছিল বাম ছাত্র সংগঠনগুলো। ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে এই মিছিলের গন্তব্য ছিল মার্কিন দূতাবাস। কিন্তু আর্ট কলেজের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ। যদিও এই প্রতিবাদ মিছিল থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। অপরদিকে ধর্মতলা চত্বরে ট্রাম্পের কাটআউটে অগ্নি-সংযোগ করে প্রতিবাদ দেখায় অপর একটি বামপন্থী সংগঠন এসইউসিআই। 

 

/বিএ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই