X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২০, ১২:৪২আপডেট : ২৯ মার্চ ২০২০, ১২:৪৭
image

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটিই রাজ্যটিতে করোনাভাইরাস জনিত প্রথম শিশু মৃত্যুর ঘটনা। ইলিনয়ের স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত শিশুদের জটিল অসুস্থতায় ভোগা কিংবা মৃত্যুর রেকর্ড খুবই বিরল। বেশিরভাগের ক্ষেত্রেই সাধারণ সর্দি, জ্বর, কাশিতেই সেরে যেতে দেখা গেছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে অল্প সংখ্যক শিশুকে। পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণত বয়স্ক মানুষ এবং অন্য আরও জটিল রোগে আক্রান্তদের মধ্যে করোনাজনিত মৃত্যু ঝুঁকি বেশি।

ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার জানিয়েছেন, ওই শিশুর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তার স্বাস্থ্যজনিত অন্য কোনও জটিলতা ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আপনারা যারা গুরুত্ব দিচ্ছেন না, তাদের জন্য এটি সতর্ক সংকেত।’

ইলিনয়ের জনস্বাস্থ্য দফতরের পরিচালক নোজোগি এজিকে বলেন, ‘মৃত্যুর কারণ নিরুপণ করতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এ ভীতিকর ভাইরাসের বিস্তার ঠেকাতে যথাসাধ্য ব্যবস্থা নিতে হবে আমাদের। শুধু নিজেদের সুরক্ষাই নয়, আমাদের আশেপাশের মানুষদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত চীনা গবেষকদের বিবৃতিতে করোনায় আক্রান্ত হয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর কথা জানানো হয়েছিল। ওই শিশুর অন্ত্রে ব্লক হিয়েছিল এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়েছিল। চার সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর তার মৃত্যু হয়।

পেডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল চীনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা ২১০০। এর মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই গবেষণায় আরও বলা হয়েছিল, আক্রান্ত শিশুদের মধ্যে ৬ শতাংশেরও কম শিশু গুরুতর অসুস্থ হয়েছে। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর খবর জানালো ইলিনয় অঙ্গরাজ্য কর্তৃপক্ষ।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা