X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘করোনাভাইরাসের চেয়েও উদ্বেগজনক’

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১৮:০৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৯:৪৫

লকডাউনে সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম উপেক্ষা করে গ্রামে ফেরার বাস ধরতে দিল্লি ও উত্তর প্রদেশের সীমানায় ভিড় জমিয়েছিল কয়েক লাখ শ্রমিক। এ ঘটনায় মঙ্গলবারের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আতঙ্কিত শ্রমিকদের এভাবে গণহারে গ্রামে যাওয়াকে করোনাভাইরাসের চেয়েও উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন আদালত। ‘করোনাভাইরাসের চেয়েও উদ্বেগজনক’

গত শনিবার দিল্লি ও উত্তর প্রদেশের সীমানায় লাখ লাখ শ্রমিকের জড়ো হওয়ার যে ছবি ছড়িয়ে পড়েছে তা নিয়ে ইতোমধ্যে ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এর পরিপ্রেক্ষিতেই এ নিয়ে সুপ্রিম কোর্টে দুটি পৃথক জনস্বার্থ মামলা হয়। একটি মামলা করেন আইনজীবী অলক শ্রীবাস্তব। অন্যটি করেন আইনজীবী রশ্মি বনসল। এ সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবডে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলা শুনানিতে শ্রমিকদের এভাবে জড়ো হওয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন ভারতের শীর্ষ আদালতের ওই বেঞ্চ। আদালত বলেন, এটা করোনাভাইরাসের চেয়েও বড় ইস্যু। তবে সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাই নতুন করে কোনও নির্দেশ দিয়ে ধোঁয়াশা বাড়াবেন না সুপ্রিম কোর্ট।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, করোনা সংক্রমণ রুখতে অভিবাসী শ্রমিকদের এভাবে বাড়ি ফেরা বন্ধ হওয়া উচিত। কেন্দ্র ও রাজ্য সরকারগুলো এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার ফের শুনানি হওয়ার কথা রয়েছে।

শ্রমিকদের বাড়ি ফেরার ঘটনাকে সামনে রেখে রবিবারই রাজ্যগুলোতে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। তাতে সব রাজ্যের সীমানা সিল করে দেওয়ার কথা বলা হয়েছে। দিল্লির আনন্দবিহার বাস টার্মিনাল ও গাজিয়াবাদ থেকে যে হাজার হাজার শ্রমিক উত্তর প্রদেশ ও বিহারের গ্রামে ফিরেছেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙা মোদির এনডিএ ও বিরোধীরা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বশেষ খবর
খুলনায় বজ্রসহ বৃষ্টি
খুলনায় বজ্রসহ বৃষ্টি
কালবৈশাখী বয়ে যেতে পারে সারা দেশে
কালবৈশাখী বয়ে যেতে পারে সারা দেশে
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো