X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

করোনা রোগী ৪০০ জনকে আক্রান্ত করতে পারে: ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ২২:২৩আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:২৮

করোনাভাইরাসের মহামারির বিস্তার ঠেকাতে একটি নির্দেশনা প্রকাশ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত এই নির্দেশনায় সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, করোনায় আক্রান্ত কোনও রোগী সামাজিক শিষ্টাচার মেনে না চললে ৩০ দিনের মধ্যে ৪০৬ জনকে আক্রান্ত করতে পারে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। করোনা রোগী ৪০০ জনকে আক্রান্ত করতে পারে: ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনা মহামারি মোকাবিলায় ভারত সরকারের ঘোষিত লকডাউন শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। তবুও দেশটিতে প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে লকডাউনের মেয়াদ বাড়াতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে বেশ কয়েকটি রাজ্য। পরিস্থিতি পর্যবেক্ষণের ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এমন পরিস্থিতিতে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এই ভাইরাসে আক্রান্ত ৭০ শতাংশ রোগীরই লক্ষণ হয় সীমিত আর তাদের কোনও বিশেষায়িত হাসপাতালে যাওয়ার দরকার পড়ে না। মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা লাভ আগারওয়াল ভারতীয় মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের এক সাম্প্রতিক গবেষণার উল্লেখ করেছেন। ওই গবেষণায় বলা হয়েছে, করোনায় আক্রান্ত কোনও রোগী যদি লকডাউনের আদেশ মানতে অস্বীকৃতি জানান বা সামাজিক শিষ্টাচার মেনে না চলেন তাহলে তার মাধ্যমে আরও চারশো জন আক্রান্ত হতে পারে।

লকডাউন ও কোয়ারেন্টিনের আদেশ মানতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসব আদেশ না মানলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সামাজিক শিষ্টাচার মেনে চলতে লকডাউন জারির পর থেকে সম্ভাব্য মহামারি মোকাবিলায় সতর্কতা নেওয়া শুরু করে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তার সরকার তিন হাজার হাসপাতাল শয্যা প্রস্তুত রেখেছে। প্রয়োজন পড়লে তা আট হাজার পর্যন্ত বাড়ানো যাবে।

ভারতে এখন পর্যন্ত চার হাজার দুইশোরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে পর্যাপ্ত টেস্টিং কিটের অভাবে অনেক রোগীই শনাক্ত করা যায়নি বলে আশঙ্কা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল