X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফ্লয়েডের স্মরণসভায় ৮ মিনিট ৪৬ সেকেন্ডের নীরবতা

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১৪:০০আপডেট : ০৫ জুন ২০২০, ১৪:২২
image
৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় ধরে জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে রেখে তাকে হত্যা করেছিল শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার তাই ফ্লয়েডের জন্য আয়োজিত স্মরণসভায় পালন করা হয় আট মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা। (৪ জুন) মিনিয়াপলিসে নর্থ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই সভায় ফ্লয়েডের আইনজীবী বেঞ্জামিন ক্রাম্প মন্তব্য করেন, ‘বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া বর্ণবাদজনিত মহামারি’র বলি হয়েছেন তার মক্কেল।
 
ফ্লয়েডের স্মরণসভায় ৮ মিনিট ৪৬ সেকেন্ডের নীরবতা ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।
 
ফ্লয়েডের মৃত্যুর পরদিন মঙ্গলবার ওই ঘটনায় জড়িত চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে পুলিশ বিভাগ। শুক্রবার হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মাইক ফ্রিম্যান বরখাস্ত পুলিশ কর্মকর্তা ডেরেকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন। এদিকে বৃহস্পতিবারের ফ্লয়েডের স্মরণসভায় শত শত মানুষ সমবেত হয়।
 
স্মরণ অনুষ্ঠানে শোকস্তুতি পাঠ করে শোনান নাগরিক অধিকার আন্দোলনের কর্মী রেভ আল শার্পটন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ফ্লয়েডের এ ঘটনা যুক্তরাষ্ট্রের সকল কৃষ্ণাঙ্গকেই প্রতিধ্বনিত করছে। তিনি বলেন, ‘ফ্লয়েডের সঙ্গে যা হয়েছে তা এদেশে প্রতিদিন শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ আমেরিকান জীবনের প্রত্যেক ক্ষেত্রেই ঘটে।’ শার্পটন আরও বলেন, “উঠে দাঁড়ানোর সময় এখন। ‘আমাদের ঘাড় থেকে আপনাদের হাঁটু সরান’ এ কথাটি বলার সময় এখন।” গোটা বিচার ব্যবস্থায় পরিবর্তন না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শার্পটন।
 
সভায় ফ্লয়েডের আইনজীবী বলেন, ‘করোনা মহামারিতে ফ্লয়েড জীবন হারাননি। এটি অন্য এক মহামারি। বর্ণবাদ ও বৈষম্যের মহামারি তার জীবন কেড়ে নিয়েছে।’
 
অনুষ্ঠানে ফ্লয়েডের পরিবারের সদস্য, মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ, মিনেসোটা সিনেটর অ্যামি ক্লোবুচার ও মিনিয়াপলিস মেয়র জ্যাকব ফ্রে উপস্থিত ছিলেন। ফ্লয়েডের ভাই ফিলোনিসে ফ্লয়েড জানান, তারা যখন ছোট ছিলেন তখন পরিবারে খুব অভাব ছিল। তিনি বলেন, ‘আজ এতো মানুষ আমার ভাইকে দেখতে এসেছে। এটা খুব বিস্ময়ের। সে কত মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।’
 
শনিবার ফ্লয়েডের জন্মস্থান নর্থ ক্যারোলিনায় এবং সোমবার নিজ শহর হাউস্টনে স্মরণ অনুষ্ঠান হবে।
 
এদিকে বৃহস্পতিবার ফ্লয়েড হত্যায় সহযোগিতাকারী তিন পুলিশ সদস্যকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়। ১০ লাখ ডলার মূল্যের মুচলেকা দিয়ে তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে তারা যদি তাদের কাছে থাকা বন্দুক জমা দেন এবং অন্য শর্ত পূরণ করেন তবে ৭ লাখ ৫০ হাজার ডলার দিয়ে তারা জামিন পাবেন। মূল আসামি ডেরেক চাওভিনকে সোমবার আদালতে হাজির করা হবে।
/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস