X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নতুন স্যাটেলাইট ছবিতে গালওয়ান উপত্যকায় চীনা উপস্থিতির প্রমাণ

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ২০:৪০আপডেট : ২৫ জুন ২০২০, ১১:১৯

লাদাখ সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনা নিরসনে ভারত ও চীন সম্মত হওয়ার পর নতুন স্যাটেলাইট ছবি হাজির করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। হাই রেজুলেশনের এই ছবিতে এলএসির উভয় পাশেই চীনা অবকাঠামো ও সেনা উপস্থিতি দেখা গেছে বলে জানানো হয়েছে। নতুন স্যাটেলাইট ছবিতে গালওয়ান উপত্যকায় চীনা উপস্থিতির প্রমাণ

এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে।

এনডিটিভি ১৪ নম্বর পেট্রোল পয়েন্টের কাছের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। এই স্থানেই গত ১৫ জুন উভয় পক্ষের সেনারা সংঘাতে জড়ায়। এর আগে গত ২২ মে তোলা স্যাটেলাইট ছবিতে ওই এলাকায় একটি চীনা তাঁবু দেখা যায়। তবে নতুন ছবিতে সেখানে সম্ভাব্য চীনা প্রতিরক্ষা অবস্থান শনাক্ত হয়েছে। এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা সেনাদের আশ্রয় কেন্দ্র নির্মাণ করতেও দেখা গেছে। আগে এগুলোর উপস্থিতি ছিল না।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রমেশ ফাড়ি বলেন, ‘১৪ নম্বর পেট্রোল পয়েন্টে অনুপ্রবেশের পরিষ্কার লক্ষণ রয়েছে।’ তিনি বলেন, ‘ছবিতে ভারি যানবাহন চলাচলের চিত্র স্পষ্ট, যার মাধ্যমে ওই এলাকায় বাহিনী মোতায়েনের উদ্দেশের ইঙ্গিত মেলে।’

ভারতের সরকারি সূত্র এই ছবি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশের আম নিতে চায় চীন
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে