X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সিরিয়ার সেনা স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১০:০০আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১০:১০
image

সিরিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গোলান মালভূমিতে সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও  বিমান হামলার কথা স্বীকার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিরিয়ার সেনা স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা

ইসরায়েলের উত্তর দিকে অবস্থিত গোলান মালভূমি। বিতর্কিত এই অঞ্চলটির একদিকে সিরিয়া অন্য দিকে লেবাননের সীমান্ত। সোমবার (৩ আগস্ট) ইসরায়েলি সেনারা দাবি করেছে, রবিবার সন্ধ্যায় সিরিয়ার দিক থেকে চার জন ব্যক্তি ইসরায়েল সীমান্তের খুব কাছে বোমা রাখার চেষ্টা করছিল। ইসরায়েলি সেনারা তা দেখা মাত্রই সতর্ক হয়। প্রথমে সীমান্তের সেনারা গুলি ছুড়তে শুরু করে। তারপর ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলের বিমান বাহিনী। তারাও ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি করতে থাকে। ইসরায়েল সেনার দাবি, ঘটনাস্থলেই ওই চার ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনার জন্য সিরীয় সরকারকে দায়ী করেছে তেল আবিব। এর বদলা হিসেবে সিরীয় স্থাপনায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সোমবার কুনাইতরাতে অবস্থিত সিরীয় সেনা ঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে হামলা চালানো হয়েছে। বিভিন্ন নজরদারি চৌকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থায় হামলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘সিরিয়ার ভূখণ্ডে সব কর্মকাণ্ডের জন্য দেশটির সরকারকে দায়ী মনে করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তার বিরুদ্ধে জবাব দেওয়া অব্যাহত থাকবে।’

বিমান হামলার খবর স্বীকার করে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, দামেস্কের কাছে কিছু সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এর পর দীর্ঘদিন ওই অঞ্চল কার হাতে থাকবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক চলতে থাকে। ১৯৮১ সালে ইসরায়েল পাকাপাকি ভাবে গোলান মালভূমি তাদের অঞ্চল বলে সরকারি ভাবে দাবি করে। কোনও কোনও দেশ ইসরায়েলের দাবিকে সমর্থনও জানায়। তবে আন্তর্জাতিক রাজনীতিতে গোলান মালভুমি নিয়ে বিতর্ক এখনও জারি আছে। বিশ্বের বহু দেশই মনে করে যে প্রক্রিয়ায় ইসরায়েল গোলান মালভূমি দখল করেছে এবং নিজেদের এলাকা বলে দাবি করেছে, তা অন্যায়। অনেকে এখনও এলাকাটিকে বিতর্কিত অঞ্চল বলেই উল্লেখ করে।

/এফইউ/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করলো ইরান
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল