X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

অস্ত্রোপচারের পরও প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২০, ১৬:৫২আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৯:২০

মস্তিষ্কে অস্ত্রোপচারের পরও করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক রয়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এর এক বিবৃতিতে জানিয়েছে, ৮৪ বছর বয়স্ক এই কংগ্রেস নেতাকে এখনও ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সোমবার রাতে এই হাসপাতালেই অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্ক থেকে জমাটবাঁধা তরল অপসারণ করা হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন প্রণব মুখোপাধ্যায়। সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিজেই প্রকাশ করেন তিনি। টুইট বার্তায় জানান, অন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। পরে রাতে জানা যায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে তার।

মঙ্গলবার বিকেলে হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়, ‘সোমবার গুরুতর অবস্থায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দিল্লি সেনানিবাসের আর্মি হাসপাতালে আনা হয়। পরীক্ষায় তার মস্তিষ্কে জমাটবাঁধা তরল শনাক্ত হলে তাকে জীবনরক্ষাকারী অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। অস্ত্রোপচারের পরও তিনি ভেন্টিলেটর সাপোর্টে গুরুতর অবস্থায় রয়েছেন। তার শরীরে করোনাভাইরাসও রয়েছে।’
এদিকে প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা করে শুভেচ্ছা পাঠানো অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিজেপি মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল টুইট বার্তায় লিখেছেন, ‘পুরো দেশ আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন প্রার্থনা করছে প্রণব দা।’ ভারতের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর কার্যালয়ের এক বার্তায় জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মীষ্ঠা মুখার্জির সঙ্গে কথা বলেছেন ভারতীয় ভাইস প্রেসিডেন্ট। তিনি তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যও কামনা করেন।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!