X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক আলোচনার মধ্যেও সীমান্তে তৎপর চীন ও ভারত

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫
image

উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই চীন ও ভারত একে অপরকে সীমান্তে তৎপরতা বাড়ানোর জন্য দোষারোপ করে যাচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, প্যাংগং সংলগ্ন এলাকায় সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি অপটিক্যাল ফাইবার বসাতে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছে বেইজিং। তবে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র তা অস্বীকার করেছেন। অপরদিকে প্যাংগং সংলগ্ন চশুল সেক্টরে সেনা ও যুদ্ধ সরঞ্জাম বাড়িয়েছে ভারত। পাশাপাশি শীতকালে যাতে লাদাখে সেনা বা সরঞ্জাম পৌঁছাতে কোনও অসুবিধা না হয় তার জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

পূর্ব লাদাখে সাধারণত ২০ হাজার থেকে ৩০ হাজার ভারতীয় সেনা মোতায়েন থাকে। তবে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, উত্তেজনাকে কেন্দ্র করে এখন সে সংখ্যা দ্বিগুণেরও বেশি করা হয়েছে। তবে মোতায়েনকৃত সেনা সংখ্যা ঠিক কত তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘চীনা সেনা সংখ্যা বাড়ায় এমন পদক্ষেপ নিয়েছি আমরা।’ ওই কর্মকর্তা আরও বলেন, ভারতীয সেনাবাহিনী খুব ভালোভাবে প্রস্তুত আছে। তবে নতুন করে উত্তেজনা কিংবা দীর্ঘায়িত সংঘাত চায় না দিল্লি।

লাদাখের তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যায়। তাছাড়া সেনা সদস্যদেরকে প্রায়ই সাড়ে চার হাজার মিটার উচ্চতায় মোতায়েন করতে হয়। সেখানে অক্সিজেনের বিপুল ঘটতি রয়েছে। তাছাড়া প্রতি শীত মৌসুমে অন্তত চার মাস তুষারে ঢাকা পড়ে লাদাখের পাহাড়ি রাস্তাগুলো। এসব কথা মাথায় রেখে এরইমধ্যে ওই অঞ্চলে দেড় লাখ টনেরও বেশি সরঞ্জামাদি স্থানান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী। ১৪ কর্প্স-এর চিফ অব স্টাফ মেজর জেনারেল অরবিন্দ কাপুর বলেন, ‘যে পরিমাণ সরবরাহ প্রয়োজন তা নিশ্চিত করেছি আমরা। যেখানে যেটা পৌঁছানো প্রয়োজন, তা পৌঁছে দেওয়া হয়েছে।’

ভারত নিয়ন্ত্রিত লাদাখের মূল শহর লেহ’র আকাশে সোমবার সকাল থেকেই মহড়া দেয় দেশটির যুদ্ধবিমান। পার্বত্য শহরটির উপত্যকা জুড়ে প্রতিধ্বনি তোলে দেশটির বিমান বাহিনীর একাধিক যুদ্ধবিমান।

এদিকে ভারতের দুই কর্মকর্তা রয়টার্সের কাছে দাবি করেছেন, লাদাখের বিরোধপূর্ণ সীমান্তের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অপটিক ফাইবার ক্যাবল নেটওয়ার্ক বসাচ্ছে চীনের সেনাবাহিনী। তাদের দাবি, এর মাধ্যমে সম্মুখসারির চীনা সেনাসদস্যরা পেছনে থাকা ঘাঁটির সঙ্গে নিরাপদ যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। 

মাস খানেক আগে ভারতীয় গোয়েন্দারা প্যানগং লেকের উত্তর প্রান্তে একই ধরণের তারের অস্তিত্ব শনাক্ত করেন বলে দাবি করেন আরেক ভারতীয় কর্মকর্তা। এই কর্মকর্তারা জানান, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে লেক এলাকার পর্বত চূড়ার বালিতে অস্বাভাবিক তার দেখতে পাওয়ার পর চীনা কর্তৃপক্ষের অপটিক্যাল ফাইবার বসানোর বিষয়ে সতর্ক হয়ে ওঠে ভারতীয় কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞ এবং বিদেশি গোয়েন্দাদের সহায়তায় ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, এসব যোগাযোগ ক্যাবল মাটির নিচ দিয়ে বসিয়ে যাচ্ছে চীনা কর্তৃপক্ষ। সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সতর্কতামূলক গুলি চালানোর ঘটনা ঘটেছে যে স্পানাগ্গার খাড়িতে সেখানেও এই ক্যাবল বসানো হচ্ছে বলে দাবি ভারতের।

সাবেক এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অপটিক্যাবল ফাইবার ক্যাবলের মাধ্যমে নিরাপদে যোগাযোগ করা যায়। পাশাপাশি এর মাধ্যমে ছবি এবং নথিপত্রও আদান-প্রদান করা যায়। তিনি বলেন, রেডিও-তে কথা বললে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অপটিক্যাল ফাইবার ক্যাবলের মধ্য দিয়ে যোগাযোগ নিরাপদ হয়।

/এফইউ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙা মোদির এনডিএ ও বিরোধীরা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র