X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১
কংগ্রেসের মুখপত্রে সোনিয়া-নেহরুর সমালোচনা

বিষয় সম্পাদক বরখাস্ত, ঘটনা তদন্তের দাবি শীর্ষ নেতার

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ০৫:২১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০৫:২৩
image

কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ভারতে কংগ্রেসের মুম্বাই শাখার মুখপত্র ‘কংগ্রেস দর্শন’-এ প্রকাশিত নিবন্ধে দলীয় প্রধান সোনিয়া গান্ধীর বাবা ও সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমালোচনার পর বরখাস্ত হয়েছেন একজন বিষয় সম্পাদক। তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুম্বাইয়ের কংগ্রেস প্রধান এবং ওই পত্রিকার সম্পাদক সঞ্জয় নিরুপম। আর একজন প্রবীণ কংগ্রেস নেতা এবং সাবেক মন্ত্রী দাবি করেছেন, শাসক দল বিজেপির মতাদর্শিক অংশীদার আরএসএস এর (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ) অভিধান থেকে তথ্য নিয়ে ওই বেনামি নিবন্ধগুলো রচনা করা হয়েছে। সম্পাদক নিরুপমকে বরখাস্ত করে ঘটনা তদন্তের জোর দাবিও জানিয়েছেন তিনি।
সোমবার কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই ব্যাপক আলোচনার জন্ম দেয় মহারাষ্ট্র কংগ্রেসের মুখপত্র কংগ্রেস দর্শন-এর ডিসেম্বর সংখ্যা। ১৫ ডিসেম্বর সর্দার প্যাটেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ওই সংখ্যায় বেনামি লেখকদের লেখা দুইটি নিবন্ধের একটিতে বলা হয়, ‘ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর বাবা ছিলেন ফ্যাসিবাদী দলের সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রুশ সেনাদের হাতে নিহত হন। রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের ১৬ বছর পর সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পান। ১৯৯৭ সালে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ পান। এর মাত্র ৬২ দিনের মধ্যেই তিনি দলের সভানেত্রী হয়ে যান।’

অন্য একটি লেখায় কড়া সমালোচনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী  নেহরুর। ওই নিবন্ধে বলা হয়, নেহরুর উচিত ছিল কাশ্মির ও চীন প্রশ্নে তাঁর উপপ্রধানমন্ত্রী প্যাটেলের মতামতকে গুরুত্ব দেওয়া। ওই নিবন্ধে বলা হয়, নেহরু যদি প্যাটেলের কথা শুনতেন তবে কাশ্মির, চীন, তিব্বত বা নেপাল সমস্যা আজ এত বছর পরেও টিকে থাকত না। এতে লেখা হয়, প্যাটেলের সঙ্গে নেহরুর সম্পর্ক ভালো ছিল না।

কংগ্রেস দর্শন পত্রিকা

প্রকাশিত ওই দুই বেনামি নিবন্ধের জন্য নিজের দায়দায়িত্ব স্বীকার করে মুম্বাইয়ের কংগ্রেস প্রধান এবং ওই পত্রিকার সম্পাদক সঞ্জয় নিরুপম বলেছেন, ‘যা ঘটেছে তা খুবই উদ্বেগজনক। সম্পাদক হিসেবে আমি এর দায়িত্ব নিচ্ছি। তদন্ত হচ্ছে। যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এমন ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি। ঘটনার প্রতিক্রিয়ায় এরইমধ্যে বিষয় সম্পাদক সুধীর যোশিকে বরখাস্ত করা হয়েছে।

তবে প্রবীণ কংগ্রেস নেতা এবং সাবেক মন্ত্রী নাসিম খান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমন ঘটনা খুবই ভীতিকর। তিনি বলেন, ‘নিবন্ধে যেসব টার্মিওলজি ব্যবহার করা হয়েছে সেগুলো আরএসএস-এর অভিধান থেকে ধার করা।’ দলের শীর্ষ নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি, নিরুপমকে বরখাস্ত করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছেন প্রবীণ এই কংগ্রেস নেতা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, আনন্দবাজার

/বিএ/

সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা