X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সেনা সদস্যদের বিরল কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১২:২৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:২৪
image

সেনা সদস্যদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর দৃঢ়চেতা নারী থেইন উ (ছদ্মনাম) মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কয়েক মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে বিরল এক জয় পেয়েছেন তিনি। শনিবার এক সেনা আদালতের রায়ে তিন ধর্ষকের প্রত্যেকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। ৩৬ বছর বয়সী থেইন উ মনে করেন তার এই বিজয় সেনাবাহিনীর ধর্ষণের শিকার অন্য নারীদের সোচ্চার হওয়ার এবং সেনা সদস্যদের দায়মুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস যোগাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মিয়ানমারে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সেনা সদস্যদের বিরল কারাদণ্ড

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সংঘাত কবলিত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ, নিপীড়ন ও অন্যান্য সহিংসতা চালানো অভিযোগ রয়েছে। তবে দেশটির ক্ষমতাধর এই বাহিনী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। চার সন্তানের মা রাখাইনের ওই নারীও প্রথম যখন ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলেন তখন সেই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

রাখাইন রাজ্যে গত দুই দশকের বেশি সময় ধরে সেনাবাহিনী ও নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর আরও বেশি স্বায়ত্ত্বশাসনের দাবিতে সংগ্রামরত আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চলছে। সেখানেই গত জুনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন থেইন উ। তিনি বলেন, ‘আমার মতো আরও বহু নারীর সঙ্গেই এমন আচরণ হয়েছে। আমি যদি তা প্রকাশ না করতাম, তাহলে হয়তো আরও অনেকের সঙ্গেও এটা ঘটতো।’

থেইন উ অভিযোগ তোলার পরই মিয়ানমারের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়, ওই নারী মিথ্যা অভিযোগ তুলছেন। এমনকি সামাজিকভাবেও নানা প্রতিবন্ধকতার স্বীকার হয়েছেন তিনি। এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলেন না তার স্বামী।

সামরিক ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিতে পারে এমনটা এখনও বিশ্বাস করতে পারছেন না থেইন উ। তিনি বলেন, ‘আমি আনন্দ ও কষ্ট দুটোই পাচ্ছি। আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না এই রায় সংঘাত কবলিত এলাকায় ধর্ষণ এবং নারী নিপীড়ন থামাবে কারণ তারা (সেনাবাহিনী) দ্বিমুখী আচরণের কারণে মানুষের কাছে অবিশ্বস্ত হয়ে পড়েছে।’

শনিবার এক বিরল স্বীকারোক্তি দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর তরফে জানানো হয়, থেইন উ’র তিন ধর্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজেদের ‘স্বচ্ছ’ তদন্ত অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে বলেও দাবি করে সেনাবাহিনী।

তবে পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে থেইন উ’র বিজয় বড় কোনও পরিবর্তন আনবে বলে মনে করার জন্য এখনও যথেষ্ট সময় গড়ায়নি। অতীতে সেনাবাহিনী ধর্ষণের অভিযোগ অস্বীকারের পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ তোলাদের বিরুদ্ধে উল্টো মানহানি মামলা দায়ের করেছে সেনা সদস্যরা।

প্রায় ছয় মাস আগের এক রাতে ধর্ষণের শিকার হন থেইন উ। সেই রাতের কথা এখনও স্মৃতিতে জ্বল জ্বল করে তার। সন্ধ্যা শুরু হতেই তার গ্রামে গুলির শব্দ ছড়িয়ে পড়তে শুরু করে। থেইন উ নিজের মেয়ে- নাতনিদের নিয়ে নিজের শ্বাশুড়ীর ঘরে অন্য নারী ও শিশুদের পাশাপাশি আশ্রয় নেন। মাঝরাতের দিকে শিশুদের কান্নার শব্দ শুরে চার সেনা সদস্য তাদের লুকিয়ে থাকার ঘরে ঢুকে পড়ে।

থেইন উ বলেন, ‘বুঝতে পারলাম আমার চেয়ে শক্তিশালী তিন পুরুষের কাছ থেকে পালানোর কোনও পথ নেই।’ ওই ঘটনার পর নিজের সন্তানদের নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে রাজধানী সিত্তে এলাকার দিকে চলে আসেন। সেখানেই তিনি ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই চালানোর সিদ্ধান্ত নেন। থেইন উ মনে করেন তিন ধর্ষকের শাস্তি হলেও চতুর্থ ব্যক্তিটি ছিলেন এক সিনিয়র কর্মকর্তা। তার বিশ্বাস ওই কর্মকর্তা চাইলে তাকে রক্ষা করতে পারতেন। সেটা না করায় তারও শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
চীন সফরে গেছেন তিন বাম দলের নেতারা
চীন সফরে গেছেন তিন বাম দলের নেতারা
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?