X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তিব্বতে ক্ষেপণাস্ত্র কেন্দ্র, রেল টার্মিনাল বানাচ্ছে চীন!

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪১

সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ কেন্দ্র, নতুন রেল লাইন, রেল টার্মিনাল- কী নেই সেখানে! ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই তিব্বতে শিকাৎজে এমন পরিকাঠামো তৈরি করছে চীন। নতুন উপগ্রহ চিত্র অনুযায়ী, সম্ভবত সেখানে সামরিক লজিস্টিক্স হাব বা পণ্য পরিবহণ কেন্দ্র তৈরি করছে বেইজিং। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যোগাযোগ এবং পরিকাঠামো উন্নতির জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওপেন-সোর্স গোয়েন্দা বিশেষজ্ঞের তরফে যে ছবি শেয়ার করা হয়েছে, তাতে দেখা গেছে, শিকাৎজে বিমানবন্দরের দক্ষিণে পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। যা সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে রেল টার্মিনালকে যুক্ত করেছে। সেই লজিস্টিক হাব পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পরিকাঠামোর অন্তর্ভুক্ত বলে প্রতীয়মান হচ্ছে।

উপগ্রহ চিত্র থেকে ধারণা করা হচ্ছে, মাটির নিচেও একটি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আগেও উপগ্রহ চিত্রে সেই কেন্দ্রের অস্তিত্ব মিলেছিল। সঙ্গে দুইটি জায়গা থেকে বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, সেগুলো সম্ভবত সুড়ঙ্গের প্রবেশ পথ।

বিষয়টি নিয়ে বেলজিয়ামের ‘ফোর্স অ্যানালিসিস’-এর সুরক্ষা বিশেষজ্ঞ সিম ট্র্যাক জানান, তিব্বত স্বশাসিত অঞ্চলে চীন বৃহদাকারে যে পরিকাঠামো এবং যোগাযোগ গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে, তা উপগ্রহ চিত্রে স্পষ্টতই বোঝা যাচ্ছে। নতুন উপগ্রহ চিত্র দেখে মনে করা হচ্ছে যে, আকসাই চীন থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সামরিক কাজকর্মের সেই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, ‘চীনের অন্যান্য অংশ থেকে তিব্বতের অভ্যন্তরে বিপুল সংখ্যক সেনা সমাবেশের জন্য রেল যোগাযোগ ব্যবস্থা তৈরিসহ এই ধরনের পণ্য পরিবহন সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে বলে মনে হচ্ছে।’

শিকাৎজের বিমানবন্দরের মাটির নিচে যে পরিকাঠামো তৈরি করা হয়েছে, তা মিসাইল সিস্টেম রাখার বিশেষ কেন্দ্রও হতে পারে বলে জানিয়েছেন ট্র্যাক। ওই এলাকার অন্যতম বৃহত্তম স্টেশন হল শিকাৎজে। অঞ্চলটি সেনা চলাচল ও সামরিক সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকাটি নেপালের সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বেইজিং-এর।

ট্র্যাক জানান, অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে চীন। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিবার নতুন উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করলে কোনও কোনও নয়া কাঠামো ধরা পড়ছে। বড় পরিকাঠামো নির্মাণের অংশ হিসেবে প্রায় প্রতিদিন নতুন কাঠামো তৈরি হচ্ছে।

গত ডিসেম্বরে একইভাবে অরুণাচল প্রদেশ লাগোয়া ভারত ও ভুটানের বিতর্কিত সীমান্তে একাধিক গ্রাম তৈরির নির্দশন মিলেছিল উপগ্রহ চিত্রে। এরইমধ্যে আরও পরিকাঠামো গড়ে তুলেছে বেইজিং। তবে বিষয়টি নিয়ে এখনও ভারতের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
চীনে সড়ক ধসে নিহত ১৯
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!