X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আয়লানকে ভবিষ্যতের সম্ভাব্য যৌন নিপীড়ক বানালো শার্লি এবদো!

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৬, ১৭:৪৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৭:৫৪
image

আয়লান কুর্দি বিপন্ন মানবতার প্রতীক হয়ে তুরস্ক উপকূলে লাশ হয়ে ভেসে ওঠা তিন বছরের সিরীয় শরণার্থী আয়লান কুর্দিকে নিয়ে আবারও ব্যঙ্গচিত্র প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। আয়লান বড় হয়ে একজন যৌন নিপীড়নকারী হতো এমন ইঙ্গিত দিয়ে এবার কার্টুন ছেপেছে ম্যাগাজিনটি। সম্প্রতি জার্মানির কোলন শহরে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের ওপর সংঘবদ্ধ যৌন নিপীড়নের জন্য অভিবাসীদের দায়ী করার পর এমন কার্টুন প্রকাশ করা হলো। এতে আবারও শার্লি এবদোর বর্ণবাদী চরিত্র উন্মোচিত হয়েছে বলে মনে করছেন ঘৃণা আর বিদ্বেষ উৎপাদনের বিপক্ষের মানুষেরা।
চলতি জানুয়ারিতে প্রকাশ হওয়া ম্যাগাজিনটির সর্বশেষ সংস্করণে আয়লান কুর্দিকে নিয়ে ওই কার্টুনটি ছাপা হয়। সেখানে দেখা যায়, দুই ব্যক্তি এক নারীর পেছনে দৌড়াচ্ছেন। ওই কার্টুনের ইনসার্টে উপকূলে পড়ে থাকা আয়লান কুর্দির মৃতদেহের সেই ছবিটি সেঁটে দেওয়া হয়েছে। ছবির ওপর লেখা হয়েছে একটি প্রশ্ন। বলা হয়, আয়লান কুর্দি বড় হয়ে কী হতেন? আর কার্টুনের একেবারে উপরে দেওয়া হয়েছে প্রশ্নের উত্তর। সেখানে বলা হয়, তিনি হয়তো জার্মানির যৌন নিপীড়কদের মতো হতেন।

এদিকে কার্টুনটি প্রকাশের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শার্লি এবদো। এটাকে বর্ণবাদী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন অনেকে। কারও কারও মতে, মুক্ত মত আর ব্যঙ্গের আড়ালে মূলত বর্ণবাদী আচরণ করে শার্লি এবদো।

আয়লান এর আগে গত সেপ্টেম্বরেও আয়লানকে নিয়ে বিতর্কিত কার্টুন প্রকাশ করে শার্লি এবদো। মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে আয়লান কুর্দিকে নিয়ে সেসময় দুটি বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। প্রথম ব্যঙ্গচিত্রে আয়লানের মুখ থুবড়ে পড়ে থাকার দৃশ্যটি এঁকে বলা হয়েছে, ‘ম্যাকডোনাল্ড হ্যাপি মীল-একটির মূল্যে দুটি শিশুর খাবারের মেন্যু।’ এর টাইটেল দেয়া হয় ‘লক্ষ্যের খুব কাছাকাছি।’ দ্বিতীয় ছবির টাইটেল দেয়া হয়, ‘ইউরোপ যে খ্রিস্টানদের তার প্রমাণ’ আর তার সঙ্গে যুক্ত করা ব্যঙ্গচিত্রে দেখানো হয় ছোট্ট শিশুটি ডুবে যাচ্ছে। অন্যদিকে ‘যিশুর আদলে’ এক ব্যক্তি দাঁড়ানো। তিনি বলছেন- খ্রিস্টানরা, পানির ওপর দিয়ে হাঁটো। আর মুসলিম শিশুরা, ডুবে যাও।’

সেসময়ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টার অভিযোগ ওঠে শার্লি এবদোর বিরুদ্ধে। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচার আশায় ইউরোপে যাওয়ার জন্য মা-বাবা ও পাঁচ বছরের এক ভাইয়ের সঙ্গে নৌকায় পাড়ি জমিয়েছিল আয়লান।কিন্তু তুরস্কের উপকূলে ডুবে যায় তাদের নৌকা।২ সেপ্টেম্বর উপকূলে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয় আয়লানের মরদেহ। আয়লান হয়ে ওঠে বিপন্ন মানবতার প্রতীক। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ