X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘অদৃশ্য দেওয়াল’ পার হলেই ভারতীয় সাইরেনে ধরা পড়বে পাকিস্তানি জঙ্গি!

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ১৭:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৭:৪০
image

জঙ্গি অনুপ্রবেশ রুখতে পাকিস্তান-ভারত সীমান্ত লাগোয়া নদী ও খালগুলো বরাবর ৪০টিরও বেশি অরক্ষিত এবং উন্মুক্ত জায়গায় লেজার দেওয়াল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। পাঠানকোটের বিমানঘাঁটিতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে খুব শিগগির এই লেজার দেওয়াল স্থাপনের কাজ শুরু করা হবে।

লেজার দেওয়াল প্রযুক্তি আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি অদৃশ্য দেওয়াল ব্যবস্থা। এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোন বস্তু সীমানা পেরিয়ে যেতে চাইলেই ডিটেক্টরের মাধ্যমে তা শনাক্ত হয়ে যাবে। এদিকে সীমান্ত লাগোয়া নদীতে বসানো থাকবে লেজার বিম। নদী পেরিয়ে কেউ অনুপ্রবেশ করতে চাইলে ওই লেজার রশ্মিই উচ্চস্বরে সাইরেন বাজিয়ে তা জানান দেবে। এখনও পর্যন্ত ৪০টি অসুরক্ষিত ও উন্মুক্ত সীমান্তের মধ্যে ৫-৬টি পয়েন্টে এই ধরনের লেজার ওয়াল প্রযুক্তি আছে।

  প্রতিকী ছবি

স্বরাষ্ট্র মন্ত্রালয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন এই ধরনের ছোট ছোট নদী বা খালের বেশির ভাগটাই পাকিস্তান-পাঞ্জাব সীমান্তে। পাকিস্তানের জঙ্গিরা এই ধরনের নদী-খাল ব্যবহার করেই ভারতে অনুপ্রবেশ করেছে। তাই অনুপ্রেশে রুখতে এবার এই ধরনের লেজার প্রযুক্তির সাহায্য নিয়ে জায়গাগুলো ঘিরে ফেলবে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সম্প্রতি পাঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই পাক জঙ্গি সংগঠন জয়ৈশ-ঈ-মুহম্মদ সদস্যরা ভারতে প্রবেশ করেছিল বলে মনে করছে নিরাপত্তা সংশ্লিষ্টরা। উজ নদীতে এই লেজার ব্যবস্থা না থাকায় খুব সহজেই নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ভারতে প্রবেশ করেছে। ১৩০ মিটার প্রশস্ত উজ নদীর নিরাপত্তার দেখভালের দায়িত্বে থাকা ক্যামেরাটিতেও জঙ্গিদের অনুপ্রবেশের ছবি ধরা পড়েনি। বিএসএফ কর্মকর্তাদেরও ধারণা,  বামিয়াল থেকে ৫ কিলোমিটার নীচে তাশ সীমান্ত চৌকি অঞ্চল দিয়েই জয়ৈশ-ঈ-মুহম্মদের ছয় জঙ্গি ভারতে প্রবেশ করেছে।

হামলার পর গত ৯ জানুয়ারী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানকোট পরিদর্শনের আগেই ওই উন্মুক্ত স্থানে লেজার দেওয়ালের মাধ্যমে নিরাপত্তা কঠোর করেছে বিএসএফ। এর আগে গত বছর জুলাইয়ে পাঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গি হামলার পর জম্মু সেক্টরে এই লেজার দেওয়ালের কাজ শুরু করে বিএসএফ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

/বিএ/

সম্পর্কিত
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে