X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বুস্টার ডোজে উল্লেখযোগ্য মাত্রায় বাড়ে ইমিউনিটি: গবেষণা

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫০

করোনাভাইরাসের প্রতিষেধক টিকার বুস্টার ডোজ নাটকীয়ভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। এমনকি বুস্টারের ফলে আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকিও অনেকাংশে কমে যায়। এছাড়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরের আশা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক কোভ-বুস্ট ট্রায়ালে গবেষকরা প্রায় ৩ হাজার লোকের মধ্যে এই গবেষণা চালিয়েছেন। তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা পরিমাপ করা হয়েছে। এতে দেখা গেছে, করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজের পর ফাইজারে বুস্টার ডোজে এক মাস পর অ্যান্টিবডির মাত্রা ছিল প্রায় ২৫ গুণ বেশি। আর ফাইজারের দুটি ডোজের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার অ্যান্টিবডির মাত্রা বেড়েছে আটগুণের বেশি।

গবেষণায় দাবি করা হয়েছে, সবচেয়ে শক্তিশালী মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার সম্পূর্ণ ডোজ। ফাইজার বুস্টার ডোজও কার্যকর বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

মেডিক্যাল জার্নালের গবেষকরা রিপোর্ট করেছেন যে, নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের কিছু প্রভাব এড়াতে পারে। গবেষণা অনুসারে প্রাথমিক ভ্যাকসিন এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধান যতো বেশি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ততো শক্তিশালী হবে।

এ বিষয়ে ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটনের অধ্যাপক শৌল ফাউস্ট বলেন, এই বুস্টার ডোজগুলো খুবই কার্যকর। হাসপাতালে ভর্তি ও মৃত্যু রোধে সক্ষম। তবে বুস্টারে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে। যেমন কেউ কেউ জানিয়েছেন, মাথা ব্যথা, ক্লান্তি বা পেশিতে ব্যাথাও ছিল। তবে বুস্টারে কোনও ধরনের নিরাপত্তায় উদ্বেগ দেখা যায়নি।

সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বজুড়ে। ফলে করোনার বুস্টার ডোজ নিতে তাগিদ দিচ্ছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যে বিশ্বের অনেক উন্নত দেশে প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
আরও ১৩ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন