X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা নিউ ইয়র্কের সাবেক মেয়রের

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৬, ১৭:২৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৭:৩৪





আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। নিজ নিজ দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান থেকে প্রার্থিতা পেতে হিলারি ক্লিনটন কিংবা ডোনাল্ড ট্রাম্পরা যখন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তখন ব্লুমবার্গের পরিকল্পনার কথা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
এর আগে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ব্লুমবার্গ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জল্পনা ছিলো। তবে শেষ পর্যন্ত ওই বছরের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক টাইমসকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানিয়েছিলেন তিনি।

মাইকেল ব্লুমবার্গ নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রচার কাজের জন্য সহযোগীদের পরিকল্পনা তৈরি করতে বলেছেন ৭৩ বছর বয়সী ব্লুমবার্গ। সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, ব্লুমবার্গ বন্ধু ও সহযোগীদের জানিয়েছেন, ২০১৬ সালের নভেম্বরের নির্বাচনের প্রচারের জন্য নিজের অন্তত এক বিলিয়ন ডলার ব্যয় করতে চান।
এরইমধ্যে নির্বাচনি প্রচারণার বিষয়বস্তু ও প্রতিশ্রুতিও ঠিক হয়ে গেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ব্লুমবার্গের উপদেষ্টা দলের এক সদস্য জানিয়েছেন, সাবেক মেয়র ব্লুমবার্গ বিশ্বাস করেন, ভোটাররা এমন মানুষকে প্রার্থী চান যিনি মতাদর্শের বাইরে এসে দলগত সমন্বয়ের মধ্য দিয়ে লক্ষ্যাভিমুখী কাজের প্রতি মনোযোগী হবেন। চলমান প্রচারণায় প্রার্থিতা প্রত্যাশীরা সেই ধরনের কোনও প্রতিশ্রুতি দিতে পারছেন না বলেও মনে করেন তিনি। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে মার্চ মাসের শুরুর দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্লুমবার্গ।
২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব পালনকারী মাইকেল ব্লুমবার্গ ২০০৭ সালে রিপাবলিকান দল ছেড়ে স্বতন্ত্রভাবে কাজ করা শুরু করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়ী হওয়ার রেকর্ড নেই। তবে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে অনেকসময় ভোট ভাগ হয়ে ফলাফলের মোড় ঘুরে যেতে দেখা গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু