X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর ভারতের

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ২১:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২১:১৩

অস্ট্রেলিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। শনিবার ভার্চুয়ালি এই চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। ভার্চুয়াল এই আয়োজনে উভয় দেশের প্রধানমন্ত্রীরা অংশ নেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যকার নানা প্রতিবন্ধকতার অবসান ঘটবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুগম হবে। এতে উভয় পক্ষই লাভবান হবে।

আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় ভারতের রফতানির পরিমাণ ২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৫ বিলিয়ন ডলার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চুক্তিটি নিয়ে কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের রফতানির পরিমাণ গত ১২ মাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে। এই চুক্তির ফলে ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।’ 

রয়টার্স জানিয়েছে, নতুন এই চুক্তিতে ভারতে আমদানি হওয়া অস্ট্রেলিয়ান সামগ্রীর ৮৫ শতাংশের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। এই সামগ্রীগুলোর রফতানি মূল্য প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। ভেড়ার মাংস, উল, তামা, কয়লা, অ্যালুমিনা, তাজা অস্ট্রেলিয়ান রক লবস্টারের মতো বহু সামগ্রী রফতানির ক্ষেত্রে এখন থেকে আর ভারতকে কর দিতে হবে না অস্ট্রেলিয়াকে।

এই চুক্তি প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ চুক্তিতে ঐকমত্য দুই দেশের পারস্পরিক আস্থার পরিচয় দেয়। এটি সত্যিই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘বৃহত্তর ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণার পর থেকে আমাদের সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের আগে ঘোষিত এই চুক্তি মরিসনকে ঘরোয়া রাজনীতিতে কিছুটা সাহায্য করবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

/এমপি/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!