X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপ্রধান হিসেবে চার্লসকে মানতে আপত্তি ক্যারিবীয়দের একাংশের

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:০০

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যের নতুন রাজার দায়িত্ব বর্তায় রানির জ্যেষ্ঠ সন্তান প্রিন্স চার্লসের ওপর। তবে এ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে শনিবার। তার আগেই বিদ্রোহের সুর শোনা গেলো ক্যারিবীয় অঞ্চলে। এ অঞ্চলের সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোর রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে মেনে নিতে এরইমধ্যে আপত্তি উঠতে শুরু করেছে। যুক্তরাজ্যের রাজা পদাধিকার বলে তাদেরও রাষ্ট্রপ্রধান হবেন; এমন নিয়ম বাতিলের দাবিতে সরব হয়েছেন অঞ্চলটির অনেক রাজনীতিক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। 

জ্যামাইকার প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক পালন করবে। অ্যান্টিগুয়া এবং বারবুডায় রানির শেষকৃত্যের দিন পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের বাইরে নতুন করে আলোচনায় উঠে এসেছে, এই একবিংশ শতাব্দীতে এসে দূরবর্তী যুক্তরাজ্য থেকে একজন রাজার ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্রপ্রধান হিসেবে ভূমিকা পালন করা উচিত কিনা।

এই বছরের শুরুর দিকে রুয়ান্ডায় এক সম্মেলনে ৫৬ জাতির কমনওয়েলথের নেতৃত্ব রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে চার্লসের কাছে যাওয়ার বিষয়ে অস্বস্তি প্রকাশ করেন জোটের কিছু নেতারা। গত মার্চে বেলিজ, জ্যামাইকা ও বাহামায় আট দিনের সফরে যান রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট। এ সময় অঞ্চলটিতে ঔপনিবেশিক শাসন চালানোর জন্য ক্ষতিপূরণ দেওয়া এবং ওই সময়ে স্থানীয়দের দাসত্বের শিকারে পরিণত করার ঘটনায় যুক্তরাজ্যের ক্ষমা প্রার্থনার দাবি উঠে।

গত বছর রানিকে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দেয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বার্বাডোস। জ্যামাইকা ইঙ্গিত দিয়েছে, তারাও একই পথে হাঁটতে পারে। তবে দুই দেশই কমনওয়েলথের সদস্য হিসেবে থাকছে।

আগস্টের এক সমীক্ষায় দেখা গেছে, ৫৬ শতাংশ জ্যামাইকান ব্রিটিশ রাজাকে দেশটির রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারণের পক্ষপাতী। জ্যামাইকার পার্লামেন্টের বিরোধী সদস্য মাইকেল ফিলিপস ২০২০ সালে এ সংক্রান্ত একটি প্রস্তাব জমা দিয়েছিলেন।

বৃহস্পতিবার মাইকেল ফিলিপস বলেছেন, তার প্রত্যাশা যুক্তরাজ্যের রাজ সিংহাসনে পরিবর্তনের এই মুহূর্তটিতে প্রধানমন্ত্রী অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সেন্ট লুসিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলের নেতা অ্যালেন চ্যাস্তানেট রয়টার্সকে বলেছেন, ‘আমি অবশ্যই এই মুহুর্তে একটি প্রজাতন্ত্র হওয়ার বিষয়টিকে সমর্থন করবো।’

চার্লসের সিংহাসনে আরোহণের সময়টিকে দাসত্বের ক্ষতিপূরণের আহ্বানকে আরও জোরালো একটি সুযোগ বলে আখ্যায়িত করেছেন এই অঞ্চলের অ্যাক্টিভিস্টরা।

১৫ ও ১৯ শতকের মধ্যে ইউরোপীয় দেশগুলো কর্তৃক আটলান্টিকের দাস ব্যবসার শিকারে পরিণত হয়েছিল এক কোটিরও বেশি আফ্রিকান।

ইতোপূর্বে রুয়ান্ডার কিগালিতে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ওই দাসত্বের ঘটনায় সৃষ্ট দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন চার্লস। তবে ক্ষতিপূরণের দাবির বিষয়ে তিনি কোনও কথা বলেননি।

জ্যামাইকার অ্যাডভোকেটস নেটওয়ার্কের সমন্বয়কারী অধ্যাপক রোজালিয়া হ্যামিল্টন বলেন, রানির নাতি-নাতনিদের ক্ষতিপূরণের আলাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে।

বার্বাডোস থেকে ক্যারিবিয়ান মুভমেন্ট ফর পিস অ্যান্ড ইন্টিগ্রেশনের সাধারণ সম্পাদক ডেভিড ডেনি বলেন, ব্রিটিশ সিংহাসনে যিনিই আসীন হবেন তাকেই আফ্রিকানদের ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি দিতে বলা উচিত। তিনি বলেন, ‘আমাদের সবার উচিত আমাদের দেশগুলোর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে রাজপরিবারকে অপসারণের জন্য কাজ করা।’

/এমপি/
সম্পর্কিত
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’