X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিজ্ঞানী জগদীশ বসুর নামে লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল!

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৮
image

জগদীশ চন্দ্র বসু মৃত্যুর ৮০ বছর পর বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামে বকেয়া বিদ্যুৎ বিলের অভিযোগ করে বিপাকে পড়েছে ভারতের ঝাড়খণ্ডের ‘বিজলি বিতরণ নিগম লিমিটেড’। তবে এরইমধ্যে ভুল স্বীকার করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জগদীশের বিরুদ্ধে আনা অভিযোগও সরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি ‘বিজলি বিতরণ নিগম লিমিটেড’-এর ওয়েবসাইটে বকেয়া বিদ্যুৎ বিলের একটি লম্বা তালিকা প্রকাশ করা হয়। আর তাতেই ‘জে সি বোস’ নামটি পাওয়া যায়! জমা না পড়া টাকার পরিমাণ, এক লাখ এক হাজার ৮১৬ টাকা ১২ পয়সা! স্বাভাবিকভাবেই, এ খবর প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায়। যার নামে বিদ্যুৎ বিল জমা দেওয়ার এই অভিযোগ, সেই ‘জে সি বোস’ তো আর কেউ নন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু!
ওয়েবসাইটে ভুল করে প্রকাশ হওয়া তথ্য মুছে ফেলা হলেও প্রশ্ন উঠেছে এমনটা হল কীভাবে? আসলে গিরিডিতে একটি বাড়ি ছিল জগদীশচন্দ্রের। প্রায় আট দশক আগে তার মৃত্যুর পর বাড়িটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় তৎকালীন বিহার সরকার। কিন্তু এর পর রাজ্য ভাগ হয়েছে। বিহার ভেঙে তৈরি হয়েছে ঝাড়খণ্ড। নতুন সরকার গঠনের পর ওই বাড়িতে সর্বশিক্ষা মিশনের অধীনে ‘স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’ তৈরি করে প্রশাসন। এর পরই শুরু হয় সমস্যা। বিজ্ঞান কেন্দ্র তৈরি হয়ে যায় বটে, কিন্তু মাসের পর মাস বিল বকেয়া রেখে দেয় সরকার। এক সময় বিল না দেওয়ায় বিজ্ঞান কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ কেটে দেয় নিগম।
তবে কি বকেয়া বিলের দায় এখন জগদীশচন্দ্রের? বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মকর্তারা জানান, কোনওভাবে ওয়েবসাইটে ওই বাড়ির এককালের বাসিন্দা জগদীশচন্দ্র বসুর নাম ‘আপলোড’ হয়ে গেছে। কারণ, এক সময় তার নামেই বিদ্যুৎ সংযোগ ছিল। কিন্তু দ্রুত সেই ভুল শুধরে নেওয়া হবে। গিরিডি জেলা প্রশাসন বকেয়া বিলের দায় চাপিয়েছে সর্বশিক্ষা মিশনের উপরে। জেলার তথ্য অফিসার শিবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই বাড়ির দায়িত্ব সর্বশিক্ষা মিশনের। আমরা অনেকবার বিল মেটানোর জন্য তাদের বলেছি। আবার ওদের তলব করা হবে।’
তবে সর্বশিক্ষা মিশনের ডিসট্রিক্ট সুপারিন্টেনডেন্ট অব এডুকেশন মাহমুদ আলমের দাবি, ‘ওই টাকার মধ্যে পুরনো বকেয়া রয়েছে। ঝাড়খণ্ড তৈরি হওয়ার আগেও কিছু বিল বকেয়া ছিল। তার দায় মোটেই আমাদের নয়। তবে জেলাপ্রশাসকের সঙ্গে কথা হয়েছে। পর্যায়ক্রমে সব টাকা মিটিয়ে দেওয়া হবে।’ সূত্র: আনন্দবাজার
/এফইউ/বিএ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী