X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
নেহেরু বিশ্ববিদ্যালয় পরিস্থিতি

আলাদা আলাদা কক্ষে উমর-অনির্বাণের জিজ্ঞাসাবাদ চলছে

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪
image

মঙ্গলবার রাতে উমর ও অনির্বাণ আত্মসমর্পণ করেন পুলিশ দাবি করছে, কথিত রাষ্ট্রদ্রোহিতার দায়ে গ্রেফতার হওয়া জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য পুলিশি জিজ্ঞাসাবাদে আলাদা আলাদা তথ্য দিচ্ছেন। তাদের কোনও কোনও তথ্য পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তাদের। পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর জানিয়েছে।  
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, উমর ও অনির্বাণকে আলাদা কক্ষে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় উমর দাবি করেছেন যে নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভের সময় রাষ্ট্রদ্রোহী স্লোগান দেওয়া হয়নি। আর অনির্বাণ বলেছেন, স্লোগান দেওয়া হয়েছে তবে তা রাষ্ট্রবিরোধী ছিল কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
নেহেরু বিশ্ববিদ্যালয়ে আফজাল গুরুর ফাঁসির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভটির অন্যতম আয়োজক হিসেবে উমর খালিদকে অভিযুক্ত করা হলেও পুলিশের কাছে উমরের দাবি, তিনি কেবল আয়োজনের অংশ ছিলেন।
গত রবিবার ক্যাম্পাসে হাজির হওয়ার আগের ১০ দিন তারা কোথায় ছিলেন তাও উমর ও অনির্বাণকে জিজ্ঞেস করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি অনুযায়ী, জবাবে উমর জানিয়েছেন যে, তিনি ঝাড়খণ্ড এবং গাজিয়াবাদে গিয়েছিলেন। অভিযুক্ত শিক্ষার্থীদের আশ্রয় দিয়েছেন বলে যেসব শিক্ষকদের সন্দেহ করা হচ্ছে তাদেরকে উমর সুরক্ষা করার চেষ্টা করছেন কিনা তা তদন্ত করছে পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়, কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের বেশিরভাগ সময়জুড়েই উমর ও অনির্বাণের কাছে ২৮টি কথিত উসকানিমূলক স্লোগানের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। দেশদ্রোহিতার অভিযোগে গত ১২ ফেব্রুয়ারি গ্রেফতার হন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার। আর ১০ দিন অজ্ঞাতবাসের পর রবিবার রাতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী স্লোগান দেওয়া’র দায়ে অভিযুক্ত পাঁচ কথিত ‘রাষ্ট্রদ্রোহী’ শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে ফেরেন। তারা হলেন– উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, রামা নাগা, আশুতোষ কুমার এবং অনন্ত প্রকাশ। মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে উমর ও অনির্বাণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কথিত রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীর করা অন্তর্বর্তীকালীন নিরাপত্তার আবেদন প্রত্যাখ্যান করে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। সূত্র: এনডিটিভি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি