X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

ইউক্রেন নিয়ে স্টারমারের প্রস্তাবকে খারিজ করলেন ট্রাম্পের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৪:২৩আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৪:২৩

ইউক্রেনকে সমর্থন দিতে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এই পরিকল্পনাকে লোক-দেখানো ও অতি সরলীকৃত প্রস্তাব বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্পপন্থী সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধপরবর্তী ইউক্রেনে সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহীদের নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব করেছেন স্টারমার। আমি তো মনে করি, এটা অনেকটাই লোক-দেখানো পরিকল্পনা, যা খুব বেশি বাস্তবতার বিবেচনায় তৈরি করা হয়নি।

তিনি আরও বলেছেন, ইউরোপের নেতারা মনে করছেন, রাশিয়া পুরো ইউরোপ দখল করে নেবে। পুরো বিষয়টিই হাস্যকর। (ইউরোপ রক্ষার্থে) সবার মধ্যেই উইনস্টন চার্চিল (দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী) হতে চাওয়ার প্রবণতা রয়েছে। তবে এখন ন্যাটো আছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সমঝোতার নেতৃত্বে রয়েছেন উইটকফ। তবে সাক্ষাৎকারে তার কথাবার্তায় রাশিয়ার প্রতি অনেকটা নমনীয়তা লক্ষ্য করা যায়। ইউক্রেনকে ভুয়া রাষ্ট্র উল্লেখ করে দেশটিকে নিয়ে মস্কোর একাধিক বক্তব্যে সমর্থন দিয়েছেন তিনি। দখলকৃত ইউক্রেনীয় ভূমিকে রুশ অঞ্চল হিসেবে বিশ্ববাসীর স্বীকৃতি না দেওয়া বিষয়েও বিরক্তি প্রকাশ করেছেন উইটকফ।

অবশ্য, দখলকৃত পাঁচটি অঞ্চলের একটির নামও বলতে পারেননি উইটকফ।

সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে তিনি বলেছেন, আমি তাকে পছন্দই করি। পুতিনকে আমি মন্দ ব্যক্তি হিসেবে দেখি না। তিনি আসলে ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মানুষ।

কৃষ্ণসাগরে আগামী সপ্তাহের দিকেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ইঙ্গিত করে উইটকফ বলেছেন, আমরা পুরো ৩০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের অনেক কাছে পৌঁছে গেছি।

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকীকরণে ট্রাম্প প্রশাসনের চেষ্টার বিষয়েও কথা বলেছেন তিনি। উইটকফ বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হলে মস্কোর সঙ্গে যৌথ সহযোগিতামূলক পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে চান ট্রাম্প। রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ভালো কিছু করবে, এমন বিশ্ব দেখতে কে না চায়! তারা আর্কটিকে জ্বালানি নীতি একত্রিত করতে পারে, সমুদ্রপথ ভাগাভাগি করতে পারে, ইউরোপে একসঙ্গে এলএনজি গ্যাস পাঠাতে পারে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও সহযোগিতা করতে পারে।

/এসকে/
সম্পর্কিত
কাশ্মীর ইস্যুতে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকিতে পাকিস্তানে আতঙ্ক
পারমাণবিক আলোচনার সাফল্য নিয়ে ‘চরম সতর্ক’ ইরান
ইরানের বন্দরে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
সর্বশেষ খবর
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
জয়কে হত্যাচেষ্টা: শফিক রেহমানের আপিল শুনানি শেষ
জয়কে হত্যাচেষ্টা: শফিক রেহমানের আপিল শুনানি শেষ
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়