X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পরিবেশ কর্মী খুনে দোষী সাব্যস্ত বাঁধ কোম্পানির কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ০৬:০৬আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৬:০৬
image

প্রখ্যাত এক পরিবেশ কর্মীকে হত্যার ঘটনায় সাবেক এক জ্বালানি কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে হন্ডুরাসের একটি আদালত। ২০১৬ সালে নিজ বাড়িতে খুন হওয়ার আগে বেরতা ক্যাসিরেস নামের এই পরিবেশ কর্মী মধ্য আমেরিকার আগুয়া জারকা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন। আদালতের আদেশে বলা হয়েছে, বাঁধ নির্মাণের ঠিকাদারি পাওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা রবার্তো ক্যাসিলিও ওই খুনের পরিকল্পনা করেন এবং বন্দুকধারী ভাড়া করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন রবার্তো ক্যাসিলিও। আগস্টে তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হবে। পরিবেশ কর্মী বেরতা ক্যাসিরেস হত্যা মামলায় ইতোমধ্যে সাত ব্যক্তি দোষী প্রমাণিত হয়ে দীর্ঘ মেয়াদি কারাদণ্ড ভোগ করছে।

রবার্তো ক্যাসিলিও’র কোম্পানির ডেসা পরিচালিত বাঁধ নির্মাণ প্রকল্পের বিরোধিতা করায় পাঁচ বছর ধরে মৃত্যুর হুমকি পেয়ে আসছিলেন পরিবেশ কর্মী বেরতা ক্যাসিরেস। ওই বাঁধ নির্মাণ হলে বন্যা কবলিত হয়ে পড়বে বিস্তৃত এলাকা। আর সেখানে বসবাসরত আদিবাসী লেনকা জনগোষ্ঠীর বিপুল পরিমাণ মানুষ খাবার, পানি এবং ও ওষুধ সরবরাহ সংকটে পড়বে।

ওই বাঁধ নির্মাণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের ছাড়াও নির্মাণ স্থলে কর্মীদের প্রবেশ ঠেকাতে রাস্তা অবরোধের নেতৃত্ব দেন পরিবেশ কর্মী বেরতা ক্যাসিরেস। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোহাইড্রো যৌথভাবে এই বাঁধ নির্মাণে যুক্ত ছিলো। কিন্তু স্থানীয়দের বিরোধিতার মুখে ওই প্রকল্প থেকে সরে আসে তারা।

বাঁধ নির্মাণ ঠেকাতে বলিষ্ঠ ভূমিকার কারণে ২০১৫ সালে মর্যাদাবান গোল্ডম্যান পুরস্কারে ভূষিত হয়েছিলেন বেরতা ক্যাসিরেস। তাকে হত্যার ঘটনায় বাঁধ কোম্পানির কর্মকর্তা অভিযুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে হন্ডুরাসের আদিবাসী মানবাধিকার গ্রুপ।

অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল উইটনেস জানিয়েছে, পরিবেশ কর্মীদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হন্ডুরাস। এই বছরের শুরুতে এক ব্লগ পোস্টে গ্রুপটি জানায় বেরতা ক্যাসিরেস হত্যার পর থেকে দেশটিতে অন্তত ৪০ জন পরিবেশ এবং ভূমি অধিকার কর্মী হত্যার শিকার হয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে