X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
জাতিসংঘ অধিবেশন

নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক সিটিতে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান  জানান।

অধিবেশনে বিশ্বনেতাদের সমালোচনা করে গুতেরেস বলেছেন, বৈশ্বিক সমস্যা সমাধানে তারা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়েছেন। জলবায়ু পরিবর্তন, মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্প, লিবিয়ায় বন্যা ও আফ্রিকায় অভ্যুত্থানসহ অসংখ্য সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ বাড়ছে। সেই অনুযায়ী বিশ্ব নেতারা প্রতিক্রিয়া জানাতে পারছেন না। এই সমস্যাগুলো সমাধানের জন্য বহুপাক্ষিক সংস্থার আধুনিকীকরণ করতে হবে।

নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ প্রধান। তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও বৈশ্বিক সংস্থাগুলো সংস্কার করতে হবে। তাছাড়া সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবী বদলে গেছে। আমাদের সংস্থার গঠন ও ভাবধারা কেন বদলাবে না।

‘বৈশ্বিক সমঝোতার’ আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি দেশ যদি জাতিসংঘের সনদ অনুযায়ী কাজ করে তবে শান্তি নিশ্চিত হবে।

গুতেরেস বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের শক্তিশালী সদস্যদের মধ্যে বিভাজন তৈরি করেছে। দিনদিন সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। বহু মানুষ জীবন হারিয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়েছে, শিশুদের আঘাত করা হয়েছে, অনেক আশা ও স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।

জলবায়ু সংকট, লিঙ্গ বৈষম্য ও চরম দারিদ্র্য মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

ভাষণে জি-২০ দেশগুলোর সমালোচনা করেন তিনি। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য এই দেশগুলো দায়ী। এই দেশগুলো ৮০ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন করে থাকে।

অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা জোরদার করতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট দুর্যোগকে আরও খারাপ করে তুলছে  উল্লেখ করে সব দেশকে বৈশ্বিক মানবিক সহযোগিতায় অর্থায়নের জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷

অস্থিতিশীল বৈষম্য, জলবায়ু সংকট ও অকার্যকর নেতৃত্বের একটি ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশগুলোর মধ্যে বিভাজন বাড়ছে। গণতন্ত্র হুমকির মুখে পড়ছে। কর্তৃত্ববাদ অগ্রসর হচ্ছে। বৈষম্য বাড়ছে।

গুতেরেস বলেন, আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জের তালিকা দীর্ঘ হলেও দৃঢ় সংকল্প আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন আমরা বিভেদ ভুলে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হই।

সূত্র: দ্য ন্যাশনাল নিউজ

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন