X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইউএসএআইডি’র ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল হচ্ছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৫, ২৩:৩০আপডেট : ১০ মার্চ ২০২৫, ২৩:৩০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার জানিয়েছেন, দেশটি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সাহায্য স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, যাতে তার প্রশাসন বিদেশে ব্যয় পর্যালোচনা করে ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন কর্মসূচিগুলো বাতিল করতে পারে।  ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ৬ সপ্তাহের পর্যালোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডি-এর ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছি।

তিনি আরও বলেন, ৫ হাজার ২০০টি চুক্তি এখন বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থে কাজ করেনি (এবং কিছু ক্ষেত্রে ক্ষতিও করেছে)। 

ইউএসএআইডি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য বিতরণ করে থাকে। যার মধ্যে প্রায় ১২০টি দেশে স্বাস্থ্য ও জরুরি সহায়তা কর্মসূচি অন্তর্ভুক্ত। ইউএসএআইডি-কে তত্ত্বাবধানকারী পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৬ ফেব্রুয়ারি সংস্থাটির ৯২ শতাংশ কর্মসূচি তহবিল কাটার ইচ্ছা প্রকাশ করে এবং ৫ হাজার ৮০০টি অনুদান বাতিলের কথা জানায়। 

মার্কো রুবিও সোমবার বিশেষভাবে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ)-কে ধন্যবাদ জানান, যেখানে ধনকুবের ইলন মাস্ক সরকারি বিভাগগুলোর ব্যয় কমানো এবং চাকরিচ্যুতির উদ্যোগ নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্প ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে বৈদেশিক সাহায্য অপচয়মূলক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না। 

তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, বৈদেশিক সাহায্যের বেশিরভাগই বিদেশে স্থিতিশীলতা ও স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে। তারা সতর্ক করে বলেছেন, সাহায্য বাতিল হলে ঝুঁকিপূর্ণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। 

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে, যেসব দেশ ইউএসএআইডি-এর সাহায্যের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই পদক্ষেপ উদ্বেগজনক।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারকে আরও স্পষ্ট করে তুলেছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন