X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইসলামাবাদে পাকিস্তান দিবসের প্যারেডে চীন, সৌদি ও তুর্কি সেনা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ১৯:৩৫আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৯:৩৫

চীনা সেনা পাকিস্তানের জাতীয় দিবস পালনের অংশ হিসেবে রাজধানী ইসলামাবাদে আয়োজিত দেশটির সামরিকবাহিনীর প্যারেডে প্রথমবারের মতো অংশ নিয়েছে চীন, সৌদি আরব ও তুরস্কের সেনারা। বৃহস্পতিবার এ প্যারেড অনুষ্ঠিত হয়। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতেই প্যারেডে তিনটি দেশের সেনাদের অংশগ্রহণ।

পাকিস্তান দিবসের প্যারেডে এবারই প্রথমবারের মতো চীন, সৌদি আরব ও তুরস্কের সেনারা অংশ নেয়। সৌদি পদাতিক বাহিনীর প্রতিনিধিত্ব করে সৌদি স্পেশাল ফোর্স। চীনের পিপল’স লিবারেশ আর্মি ও তুর্কি সেনাবাহিনীর সামরিক ব্যান্ড অংশ নেয়।

তুর্কি সেনা

প্রেসিডেন্ট মামনুন হোসেন প্যারেডে চীনা সেনাবাহিনীর উপস্থিতিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।তিনি জানান, উভয় দেশ একসঙ্গে বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এতে করে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

১৯৪০ সালের লাহোর প্রস্তাবের স্মরণে পাকিস্তানে প্রতিবছর ২৩ মার্চকে পাকিস্তান দিবস হিসেবে পালন করা হয়। ওই দিন অল ইন্ডিয়া মুসলিম লিগের পক্ষ থেকে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তান গড়ে তোলার দাবি উত্থাপন করা হয়েছিল। এ বছর ৭৭তম পাকিস্তান দিবস পালন করা হয়।

সাত বছর বিরতির পর ২০১৫ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তি প্রদর্শণের প্রতীক হিসেবে যৌথ সামরিক প্যারেড পুনরায় শুরু হয়।

সৌদি সেনা

ইসলামাবাদ বেইজিংকে তাদের সব সময়ের বন্ধু হিসেবে মনে করে। সম্প্রতি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) নির্মাণের জন্য ৫৭ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। পাকিস্তানের আরব সাগরের বন্দর গোয়াদারে সড়ক, রেলপথ ও পাইপলাইন স্থাপন করা হবে অর্থনৈতিক করিডোরের আওতায়।

গত কয়েক বছর ধরে দুই দেশের সামরিক সহযোগিতাও বৃদ্ধি পেয়েছেন। সিপিইসিকে আরও কার্যকর করতে চীন পাকিস্তানকে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার তাগিদ দিয়েছে।

চীনের বৈশ্বিক অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে। তবে মাঝে মধ্যেই এ সম্পর্কে ভাটা পড়ে। গত বছর পাকিস্তানের জন্য সামরিক বরাদ্দ কমানো হয়েছে। জঙ্গিবাদ দমনে পাকিস্তান ব্যর্থ হওয়ার ফলেই বরাদ্দ কমানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।সূত্র: ডন, রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!