X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে মুসলিমবিরোধী উস্কানির অভিযোগে দুই বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৭, ২১:২১আপডেট : ১২ মে ২০১৭, ২৩:৩৯

মিয়ানমারে মুসলিমবিরোধী উস্কানির অভিযোগে দুই বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার মিয়ানমারে দুই উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে মুসলিমবিরোধী উস্কানি দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ। ধর্মীয় সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আরও পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মঙ্গলবার ইয়াঙ্গুনে বসবাসরত মুসলিমদের বাসায় জাতীয়তাবাদী প্যাট্রিয়টিক মংকস ইউনিয়ন (পিএমইউ)-এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। এর একদিনের মাথায় এই দুই ভিক্ষু গ্রেফতার হলেন। ভিক্ষুদের ওই অভিযানের সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এর দুই সপ্তাহ আগে পিএমইউ-র লোকেরা জোর করে মুসলিমদের দুটি স্কুল বন্ধ করে দেয়।

ইয়াঙ্গুনের মিঙ্গালার তাউং নিউন্ত জেলার পুলিশ স্টেশনের ইনচার্জ মেজর খিন মাউং বলেন, গতকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত আমরা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইয়াঙ্গুনের আঞ্চলিক পুলিশ নিরাপত্তা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিয়া উইন। তিনি জানান, সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে নিরাপত্তাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে আমরা টহল দিচ্ছি। প্রার্থনার জায়গাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০১৬ সালের অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ৭৫ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তবে মিয়ানমার সরকার রোহিঙ্গা নিপীড়িনের অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: রয়টার্স।

/এএ/এমপি/

সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!