X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মার্কিনবিরোধী ধর্মীয় নেতাকে মুক্তি দিলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৩৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

পাকিস্তানের একটি আদালত দেশটির উগ্রবাদী ও যুক্তরাষ্ট্রবিরোধী ধর্মীয় নেতাকে মুক্তির নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সুফি মুহাম্মদ নামের ওই ধর্মীয় নেতার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০১ সালে অভিযানের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবী নিয়ে আফগানিস্তানে গিয়েছিলেন তিনি।

সুফি মোহাম্মদ

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই সুফি মুহাম্মদকে মুক্তি দিতে আদালতের নির্দেশ এলো। পাকিস্তান জঙ্গিদের মদদ দিচ্ছে অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে দেওয়া সামরিক সহযোগিতা আটকে দেওয়ার পর থেকেই উভয় দেশের সম্পর্কে চিড় ধরেছে।

আইনজীবী ফিদা গুল জানান, সুফি মুহাম্মদকে স্বাস্থ্যগত কারণে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার তার মুক্তির সব নথি তৈরি করা হয়।

পাকিস্তানি তালেবানের নেতা মুল্লাহ ফজলুল্লাহ’র শ্বশুড় হিসেবে পরিচিত সুফিকে ২০০৯ সালে কারাগারে পাঠানো হয়েছিল। ধারণা করা হয়, ফজলুল্লাহ এখনও আফগানিস্তানে লুকিয়ে রয়েছেন।

সম্প্রতি জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান দেখেও না দেখার নীতি অনুসরণের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে। গত সপ্তাহে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বোকার মতোই গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে পাকিস্তানকে। কিন্তু এর বদলে মিথ্যা ও শঠতা ছাড়া কিছুই পায়নি যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আইজাজ আহমদ চৌধুরী পাল্টা অভিযোগ করে জানান, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে বিসর্জন দিয়েছে ট্রাম্প প্রশাসন সেটাকে অবজ্ঞা করছে।

নিউ ইয়র্ক টাইমস’র খবরে বলা হয়েছে, সুফি মুহাম্মদের মুক্তিতে চলমান সংকট আরও গভীর হতে পারে। ২০০১ সালে এই ধর্মীয় নেতা ফতোয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধকে পবিত্র হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও পাকিস্তান তালেবানপন্থী তেহরিক নিফাজ-ই-শরিয়া মোহাম্মদ নামের একটি জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ করেছিল। সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র