X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পক্ষপাতিত্বের বিতর্কে পাকিস্তানের ডন পত্রিকা

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৬:১১আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৭:৩৫

পাকিস্তানের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে দেশটির প্রধান ইংরেজি দৈনিক ডন-এর প্রধানের সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র একটি সাক্ষাৎকার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে ডন গ্রুপের প্রধান নির্বাহী হামিদ হারুন অভিযোগ করেছেন, দেশটির সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে। সেনাবাহিনী সাবেক ক্রিকেটার ইমরান খান ও তার দল পিটিআইকে সাহায্য করছে।

ডন গ্রুপের প্রধান হামিদ হারুন

 

সোমবার প্রচারিত হওয়া ওই সাক্ষাৎকারে হামিদ হারুন অভিযোগ করেন, দেশটির শক্তিশালী সেনাবাহিনী সংবাদমাধ্যমের জন্য একটা ‘নজিরবিহীন আক্রমণ’।

১৯৪৭ সালের পর থেকেই দেশটির রাজনীতিতে নিয়মিত হস্তক্ষেপ করেছে সেনাবাহিনী। দেশটিতে সামরিক এবং বেসামরিক সরকারের কাছে বারবার ক্ষমতার পালাবদল ঘটেছে। তবে সেনাবাহিনী আগামী নির্বাচনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

হামিদ হারুন বলেন, ‘আমি মনে করি এই পর্যায়ে মনে হচ্ছে দ্বিতীয় সারির নেতার সঙ্গে যুক্ত হয়ে জোট সরকার গঠনের প্রচেষ্টা হচ্ছে, যেটা 'ডিপ স্টেট'-এর পরিচালনায় চলবে।’

হামিদ হারুন অল পাকিস্তান নিউজপেপারস সোসাইটিরও সভাপতি। বিবিসির 'হার্ড-টক' অনুষ্ঠানে দেওয়া এই সাক্ষাৎকার নিয়ে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে। ডন পত্রিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হামিদ হারুন ও ডন পত্রিকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সমর্থনে পক্ষপাতিত্ব করছে এবং ইমরান খানের বিপক্ষে অবস্থান নিয়েছে।

পাকিস্তানে ২৫ শে জুলাই সাধারণ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে যেসব পত্রিকা সেন্সরশিপ ও হুমকির মধ্যে রয়েছে, ডন পত্রিকার সেগুলোর মধ্যে একটি।

এদিকে এই সাক্ষাৎকার নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। টুইটারে ইমরান খান বলেছেন, পিটিআই’র বিরুদ্ধে ডন পত্রিকা ভয়ানক বিরুদ্ধচারণ করেছে।

সমালোচনাকারী অন্যরা বলছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনার আগে হামিদ হারুনের কাছে শক্ত তথ্য-প্রমাণ থাকা উচিত ছিল। তবে ডনের পক্ষে কিছু সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, হামিদ হারুনকে একটা কঠিন অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল।

এর আগে ডন পত্রিকার সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দেশটির কয়েকটি ক্যান্টনমেন্টে পত্রিকাটির বিলি বন্ধ করা হয়েছে। লাহোরের সংবাদপত্র বিক্রেতা ও দোকানদাররা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা তাদের ডন পত্রিকা বিক্রি না করতে নির্দেশ দিয়েছেন। ডন সম্পাদক জাফর আব্বাস বলেছেন, মার্শাল ল’র চাইতে এবারের অবস্থা খারাপ। এখন প্রকাশ্যে গণতন্ত্র বিরাজ করছে। বাস্তবে চলছে সেলফ-সেন্সরশিপ। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?