X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

তালেবানের হামলায় কান্দাহারের গভর্নর-গোয়েন্দাপ্রধান-পুলিশপ্রধান নিহত

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ২২:১২আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২২:১৫
image

আফাগানিস্তানের কাবুলে বৃহস্পতিবার দায়িত্বপালনরত এক দেহরক্ষীর গুলিতে কান্দাহার প্রদেশের গভর্নর জালমাই ওয়েসা, প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আব্দুল রাজিক ও স্থানীয় গোয়েন্দা প্রধান আব্দুল মমিন প্রাণ হারিয়েছেন। মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল অস্টিন স্কট মিলার অল্পের জন্য বেঁচে গেছেন। তবে অপর দুইজন মার্কিন সেনা কর্মকর্তা আহত হয়েছেন। জঙ্গি সংগঠন তালেবান হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, এই ঘটনার মধ্য দিয়ে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ল। জেনারেল রাজিক

গভর্নর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সংশ্লিষ্টরা সেখান থেকে বের হয়ে আসছিলেন। এমন সময় নিয়োজিত দেহরক্ষী গুলি চালানো শুরু করে। তালেবান তাদের বিবৃতিতে দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল মিলার ও রাজিক। তারা আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্যের ছবি সংবাদমাধ্যমের কাছে পাঠিয়ে দাবি করেছে, ছবির ওই অল্প বয়সী যুবকই হামলাকারী।

আগামী শনিবার আফগানিস্তানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একদিকে আফগান তালেবান নাগরিকদের ভোট দিতে না যাওয়ার বিষয়ে প্রচারণা চালাচ্ছে অন্যদিকে স্কুল শিক্ষকদের নির্বাচনি কর্মকর্তা না হতে হুমকি দিচ্ছে। এমন অবস্থায় রাজিকের মৃত্যুতে আফগান সরকার অনেক বড় ধাক্কা খেল।

রাজিককে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানের সবচেয়ে বেশি আস্থা রাখার মতো নেতাদের একজন হিসেব দেখত। তার নেতৃত্বে কান্দাহারের পরিস্থিতির উন্নতি হচ্ছিল। তালেবানের বিরুদ্ধে ক্ষিপ্রতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া রাজিকের বিরুদ্ধে ২৪ বার হামলার ঘটনা ঘটেছে। গত বছর কান্দাহারে আরব আমিরাতের পাঁচ কূটনীতিকের মৃত্যু হয়েছিল যে হামলায় সে ঘটনায়ও তিনি অল্পের জন্য রক্ষা পান।

আল জাজিরা লিখেছে, আফগান নিরাপত্তা বাহিনীতে তালেবানের অনুপ্রবেশের ঘটনা আগেও ঘটেছে। তবে এবারই প্রথম তাদের হাতে একসঙ্গে এতজন শীর্ষস্থানীয় নেতার মৃত্যু হলো।

/এএমএ/
সম্পর্কিত
আর্মেনিয়া সীমান্তের চারটি গ্রাম নিয়ন্ত্রণে নিলো আজারবাইজান
লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে
৪৮ ডিগ্রি ছাড়ালো রাজস্থানের তাপমাত্রা, ৯ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান