X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বন্দুকধারীদের গুলিতে চালকসহ নিহত আফগান নারী সাংবাদিক

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০০:৩৪

এক আফগান নারী সাংবাদিক ও তার গাড়ির চালককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা৷ দেশটির পূর্ব নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের রাস্তায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

বন্দুকধারীদের গুলিতে চালকসহ নিহত আফগান নারী সাংবাদিক

খবরে বলা হয়েছে, নিহত সাংবাদিকের নাম মালালাই মাইওয়ান্ড। তিনি টেলিভিশন ও রেডিও উপস্থাপিকা। বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন তার গাড়িচালকও৷

নাঙ্গারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার অল্প সময়ের মধ্যেই বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়৷ সেখানেই প্রাণ হারান মাইওয়ান্ড ও তার গাড়িচালক।

মাইওয়ান্ড এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলে চার বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন উপস্থাপক হিসেবে৷ সাংবাদিকতা ছাড়াও  তার কাজ ছড়িয়ে ছিল বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক উদ্যোগের সঙ্গেও৷ বিশের কোঠায় বয়স ছিল মাইওয়ান্ডের৷

এর মাত্র কয়েক সপ্তাহ আগেই, গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান আরেক আফগান সাংবাদিক আলিয়াস দায়ী৷ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, অনেক দিন ধরেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

২০১৭ সালেই এনিকাস রেডিওর এক গাড়িচালকসহ বেশ কিছু কর্মী মারা যান অফিসের পাশেই একটি হামলায়৷ ২০১৮ সালে এই রেডিও স্টেশনের পরিচালককে গুম করে অজ্ঞাত কিছু ব্যক্তি৷ এছাড়া শুধু ২০১৯ সালেই অন্তত দশজন সাংবাদিক খুন হয়েছেন আফগানিস্তানে৷

সংবাদমাধ্যমের অধিকার নিয়ে সোচ্চার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতে, বিশ্বে এই মুহূর্তে সাংবাদিকদের জন্য অন্যতম বিপজ্জনক রাষ্ট্র আফগানিস্তান৷

যদিও এখন পর্যন্ত মাইওয়ান্ডের হত্যার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। কিন্তু এর আগের এমন ঘটনায় ইসলামিক স্টেট-পন্থী একটি সংগঠনের যুক্ত থাকার কথা সামনে এসেছে৷ পাশাপাশি, এই অঞ্চলে তালেবানদের জোর শক্ত থাকায় সেই সম্ভাবনাও মাথায় রাখছেন অনেকে৷

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!