X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপের তাগিদ জাতিসংঘ দূতের

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ০৮:৫০আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৮:২১
image

আরও এক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী নিহত হওয়ার পর মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার। রাশিয়া ও চীনের বিরোধিতায় মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানাতে ব্যর্থ হলেও নিরাপত্তা পরিষদকে দেশটির নাগরিকদের ‘মরিয়া আর্জি’ শোনার তাগিদ দিয়েছেন তিনি। দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

গত বুধবার এক দিনে ৩৮ বিক্ষোভকারী নিহত হওয়ার পর শুক্রবারেও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী ঘাড়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া মাগওয়ে অঞ্চলে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির এক কর্মকর্তা ও তার ভাইপোকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করা হয়েছে।

মিয়ানমারে এসব প্রাণঘাতী ঘটনা প্রবাহের পর দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার সেনা শাসকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছন। বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের অবসান এবং গণতন্ত্র ফিরিয়ে আনারও তাগিদ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর মিয়ানমারে জারি করা জরুরি অবস্থার নিন্দা জানাতে সক্ষম হয়েছে নিরাপত্তা পরিষদ। তবে চীন ও রাশিয়ার বিরোধিতায় সরাসরি অভ্যুত্থানের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে পরিষদ।

তারপরও ক্রিস্টিন শার্নার বার্গেনার নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে প্রশ্ন রেখেছেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীকে আমরা ছাড় দিয়ে আর কত দূর যেতে দেবো?’ তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি মানবিক সংকটের দিকে আগাচ্ছে। তিনি মিয়ানমারের জনগণের পাশে জোরালোভাবে দাঁড়াতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান।

/জেজে/বিএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?