X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পালিয়ে মুক্ত হলেন মিয়ানমারের সেই দুইশ’ বিক্ষোভকারী

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৪:১২আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৪:৩০
image

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সানছাউং ডিস্ট্রিক্টে আটকে পড়া সেই দুইশ’ বিক্ষোভকারী পালিয়ে মুক্ত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার সারা রাত আটকে থাকার পর মঙ্গলবার ভোরে পালাতে সক্ষম হয়েছেন তারা। তবে পুলিশ ওই এলাকা থেকে অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে।

জাতিসংঘ এই আটকে পড়া বিক্ষোভকারীদের মুক্তি দাবি করার কয়েক ঘণ্টার মধ্যে তারা পালিয়ে যেতে সমর্থ হয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে সোমবার আটকে পড়া ব্যক্তিদের শান্তিপূর্ণ  বিক্ষোভকে সমর্থন জানিয়ে তাদের নিরাপদে চলে যেতে দেওয়ার আহ্বান জানানো হয়। 

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে সানছাউং ডিস্ট্রিক্টে এক মাসের বেশি সময় ধরে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছিল। সোমবার সানছাউং ডিস্ট্রিক্টে সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও স্টান গ্রেনেড ছোঁড়ে। পালিয়ে যাওয়ার পর পুলিশ ওই এলাকার বাড়িতে-বাড়িতে বিক্ষোভকারীদের সন্ধান করে। এই সময় তারা হুমকি দিয়ে বলে, কোনো বিক্ষোভকারীকে কেউ লুকিয়ে রাখলে তাকে শান্তি দেয়া হবে।

বিক্ষোভকারীদের একজন শার ইয়া মন। এই তরুণি রয়টার্সকে টেলিফোনে বলেছেন, আরও ১৫-২০ জনের সাথে তিনি একটি ভবনে লুকিয়ে ছিলেন, তবে এখন তিনি নিজের বাড়িতে ফিরেছেন। ইয়া মন জানান, বিক্ষোভকারীদের পালাতে অনেকেই গাড়ি দিয়ে সাহায্য করেছে এবং মানুষ বিক্ষোভকারীদের সহায়তা করছে।

শার ইয়া মন স্বৈরতন্ত্রের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন। অপর এক বিক্ষোভকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার পর তারা ভোর ৫টায় ওই এলাকা ছাড়তে সক্ষম হয়েছেন। এক মানবাধিকার সংস্থা জানিয়েছে, সানছাউংয়ে পুলিশ অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!