X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইমরানকে চিঠি মোদির

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২১, ০৮:৪৪আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৮:২০

কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদ নতুন নয়। ২০১৯ সালের ৫ আগস্ট দিল্লি কাশ্মিরের ৩৭০ ধারা প্রত্যাহার করলে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে। দীর্ঘ সেই হিমশীতল অবস্থার পর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গত বৃহস্পতিবার ইমরান খান বলেছিলেন, ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে তার সরকার। তবে শান্তি ফেরানোর প্রথম উদ্যোগ ভারতকেই নিতে হবে। এর কয়েক দিনের মাথায় ২৩ মার্চ মঙ্গলবার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে ইমরান খানের কাছে চিঠি পাঠান মোদি।

চিঠিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের জাতীয় দিবসে সব নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী ভারত। তবে এজন্য সন্ত্রাস ও বৈরিতা কাটিয়ে পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি করা জরুরি।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের প্রচেষ্টারও প্রশংসা করেন মোদি।

আপাতত দর্শনে কেবল কয়েক লাইনের এই চিঠি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। কেননা, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা অটুট রাখতে দুই দেশের সুসম্পর্ক জরুরি। সেই লক্ষ্যে অতীতে অটল বিহারি বাজপেয়ী এগোনোর চেষ্টা করেছিলেন। একই পথ ধরেই হাঁটতে চেয়েছিলেন মনমোহন সিং। বাজপেয়ী লাহোরে বাসযাত্রার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়িয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। মনমোহন সিং একধাপ এগিয়ে বলেছিলেন, সীমান্তকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হোক। ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মধ্যে বাণিজ্য চালু হোক। কারণ, আগামী দিনে দুই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা স্থাপনে অনুঘটকের ভূমিকা নেবে।

নরেন্দ্র মোদিও কূটনৈতিক সম্পর্কের বাইরে গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ব্যক্তিগত সখ্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে এক কাশ্মির ইস্যুতে সব চাপা পড়ে যায়।

এখন ইমরান খানের শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়ার পর মোদির এই চিঠিতে দুই দেশের সম্পর্কে গুণগত পরিবর্তন বয়ে আনবে কিনা সেটা সময়ই বলে দেবে। সূত্র: দ্য ওয়াল, এনডিটিভি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ