X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৭২ ঘণ্টার মধ্যে অক্সিজেনশূন্য হয়ে যাবে নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিন

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৬:১১আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৬:১৪
image

নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিন থেকে ৫৩ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধারে আর মাত্র ৭২ ঘণ্টা সময় পাবে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার নৌবাহিনীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এরপর সাবমেরিনটি অক্সিজেনশূন্য হয়ে পড়বে।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। বুধবার (২১ এপ্রিল) ভোরে বালি দ্বীপের উত্তরে মহড়া চালানোর সময় এটি যোগাযোগবিচ্ছিন্ন হয়। জার্মানির তৈরি এ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ জন উদ্ধারকারীর সমন্বয়ে অনুসন্ধান অভিযান চলছে। উদ্ধারকাজে সহযোগিতার জন্য জাহাজ পাঠিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজনো বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘এলাকাটি আমাদের পরিচিত, তবে এটি বেশ গভীর।’কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে,সাবমেরিনটিকে গভীর পানিতে ডুব দেওয়ার অনুমতি দেওয়ার পর পরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাবমেরিনটি যেখান থেকে ডুব দিয়েছিল ওই এলাকার কাছে পানিতে তেল ভাসতে দেখা গেছে। নৌবাহিনীর ধারণা, এটি সাবমেরিনের জ্বালানি ট্যাংকে ত্রুটি থাকার ইঙ্গিত হতে পারে। আবার তা সেখানকার কোনও ক্রু-এর পাঠানো সংকেতও হতে পারে।

১৯৭০-এর দশকের শেষের দিকে কেআরআই নাংগালা-৪০২ নির্মাণ করা হয়। নৌবাহিনীর এক মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ইন্দোনেশিয়ায় সাবমেরিন নিখোঁজ হওয়ার ঘটনা এটিই প্রথম। তবে অ্যে দেশে এ ধরনের ঘটনা দেখা গেছে।

২০১৭ সালে দক্ষিণাঞ্চলীয় আটলান্টিকে ৪৪ জন ক্রু নিয়ে আজেন্টাইন সামরিক সাবমেরিন নিখোঁজ হয়। এক বছর পর এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়েছিল। সশ্লিষ্টরা তখন জানিয়েছিলেন সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু