X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের হেফাজতে নির্যাতিত হয়েছিলেন মার্কিন সাংবাদিক

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ০৪:২৪আপডেট : ২৮ জুন ২০২১, ০৪:২৪
image

মিয়ানমারে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন মার্কিন সাংবাদিক নাথান মং (৪৪)। তিন মাস আটক থাকার সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘুষি, চড় মারা ছাড়াও লাঠি দিয়ে পিটিয়েছে বলে জানান তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছেন এই সাংবাদিক। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অনলাইন নিউজ প্লাটফর্ম কামায়ুত মিডিয়ার এডিটর-ইন-চিফ নাথান মংকে গত ৯ মার্চ আটক করা হয়। ১৫ জুন মুক্তি পান তিনি। তিনি জানিয়েছেন এখনও আটক থাকা তার সহকর্মী হানথার নাইয়েনকে আরও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। তবে এসব নির্যাতনের কথা অস্বীকার করেছেন জান্তা সরকারের মুখপাত্র।

নাথান মং বলেন, ‘প্রথম তিন-চার দিন ছিলো খুব খারাপ। বেশ কয়েকবার আমাকে ঘুষি এবং চড় মারা হয়েছে। আমি কী বললাম তা কোনও বিষয় না, আমাকে পিটিয়েই যেত।’ তিনি বলেন, ‘কানে চড় মারতে দুই হাতই ব্যবহার করা হয়েছে। দুই পাশের ঘাতে ঘুষি মারা হয়েছে। দাঁড়াতে দেওয়া হয়নি। পা কাঁপছিলো। নড়তে পারতাম না।’

মিয়ানমারে জন্ম নিলেও ১৯৯০ এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাথান মং। তিনি জানান তাকে কামায়ুত মিডিয়ার কার্যালয় থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘হাতগুলো পিছনে নিয়ে হ্যান্ডকাফ লাগানো হয়, চোখ বেঁধে ফেলা হয়। তিন-চার দিন তারা আমাকে ঘুমাতে দেয়নি। টানা জিজ্ঞাসাবাদ করেছেন। ঘুমানোর সময়ও দেয়নি।’

নাথান মং জানান, চার দিন পরে যখন তারা বুঝতে পারে যে তিনি মার্কিন নাগরিক তখন নির্যাতন কমে যায়। মুক্তির পর নাথান মংয়ের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন। আর তাকে এবং তার পরিবারের সদস্যদের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের মার্কিন দূতাবাস।

/জেজে/
সম্পর্কিত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী