X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বললেন মোদি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৮:১০আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:১০

আফগান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে প্রায় ৪৫ মিনিট কথা হয় দুই নেতার।

ফোনালাপের পর টুইটারে দেওয়া পোস্টে মোদি বলেন, “আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে উভয় পক্ষের সহযোগিতাসহ, ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে উভয়েই একমত হয়েছি।”

এর আগে একই ইস্যুতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গেও কথা বলেন মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সন্ধ্যায় চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে কথা হয়েছে। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ হয়েছে। ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

এদিকে ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের এয়ারলিফটের ওপর সরাসরি নজরদারি চালাচ্ছে দিল্লি।

এই উদ্যোগের নামকরণ করা হয়েছে 'অপারেশন দেবী শক্তি।' দেবী দুর্গার নাম অনুসরণ করে এয়ারলিফ্ট অপারেশনটির নামকরণ করা হয়েছে। দৃশ্যত দেবী দুর্গা অসুরদের হাত থেকে সাধারণ মানুষকে যেভাবে রক্ষা করতেন, সেই বিষয়টি মাথায় রেখেই এই নামকরণ করা হয়েছে। নরেন্দ্র মোদি দেবী দুর্গার ভক্ত এবং নবরাত্রিতে তিনি উপবাস করেন। তালেবান কাবুলের দখল নেওয়ার পরই দেশটিতে আটকে পড়া সব ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানোর নির্দেশ দেন তিনি।

এদিকে কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা। তিনি বলেন, ‘যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভাবতে হবে তালেবানরা ভারত সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি। ভারতের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান ছাড়াও রাশিয়া ইতোমধ্যেই তাদের সমর্থন দিয়েছে। যা অত্যন্ত চিন্তার বিষয়। এখন সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার।’ সূত্র: ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?