X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তালেবানের বিরুদ্ধে নতুন যুদ্ধের প্রস্তুতি চলছে: সাবেক জেনারেল

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ২২:০৭আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২২:০৭

আফগানিস্তান সেনাবাহিনীর সাবেক এক জেনারেল জানিয়েছেন, সাবেক আরও বহু সেনা এবং রাজনীতিবিদ মিলে তারা তালেবানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। লে. জেনারেল সামি সাদাত বলেন, তালেবানের আট মাসের শাসনে বহু আফগান আশ্বস্ত হয়েছেন সামনে এগোনোর একমাত্র পথ সামরিক পদক্ষেপ।

সামি সাদাত বলেন, আগামী মাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পর অভিযান শুরু হতে পারে। সেই সময়ে আফগানিস্তানে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

গত বছরের আগস্টে দ্রুত গতিতে আফগানিস্তানের ক্ষমতায় ফেলে তালেবান। ২০ বছরের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী সেনা প্রত্যাহার করে নেওয়ার দশ দিনের মধ্যে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

প্রথমবারের মতো নতুন অভিযানের পরিকল্পনা প্রকাশ করে সামি সাদাত বলেন, আফগানিস্তানকে তালেবানের হাত থেকে মুক্ত করতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে সামর্থ্যে থাকা সবকিছুই করতে প্রস্তুত রয়েছেন তারা। সুনির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ না করে তিনি বলেন, ‘যতক্ষণ আমরা স্বাধীনতা না পাবো, যতক্ষণ আমরা স্বাধীন ইচ্ছা না পাই, ততক্ষণ আমাদের লড়াই চলবে।’

সাবেক এই আফগান জেনারেল স্বীকার করেন তালেবান শাসকেরা ক্রমবর্ধমানভাবে কঠোর শাসন বাড়াচ্ছে। তিনি বলেন, তাদের কর্তৃত্বপরায়ণ শাসন থামানোর এবং একটি নতুন অধ্যায় শুরুর এটাই সময়।

সামি সাদাত বলেন, ‘তালেবান শাসনের আট মাসে আফগানিস্তানে আমরা যা দেখছি তা রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় বিধিনিষেধ,পবিত্র কোরানের   ভুল উদ্ধৃতি, ভুল ব্যাখ্যা এবং অপব্যবহার ছাড়া আর কিছুই নয়’। প্রাথমিকভাবে তালেবানকে ১২ মাস সময় দেওয়ার পরিকল্পনা ছিল জানিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রতিদিনই জেগে উঠে দেখতে পাচ্ছি তালেবান নতুন কিছু করছে- মানুষ নির্যাতন, হত্যা, গুম, খাদ্য সংকট, শিশু অপুষ্টি’।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা