X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খুনের দায়ে সাবেক থাই পুলিশ প্রধানের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২২, ২১:৫৩আপডেট : ০৮ জুন ২০২২, ২১:৫৩

থাইল্যান্ড পুলিশের সাবেক এক প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। এই মামলার পর পুলিশি নৃশংসতার বিরুদ্ধে দেশটিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

থিটিসান উথানাপন নামে সাবেক এই পুলিশ প্রধানের ডাক নাম জো ফেরারি। বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি থাকার কারণে তাকে এই নামে ডাকা হয়ে থাকে।

গত আগস্টে থিটিসান উথানাপনকে গ্রেফতার করা হয়। এর আগে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মাদক মামলায় অভিযুক্ত ২৪ বছরের এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের সময় মাথায় প্লাস্টিক ব্যাগ দিয়ে মুড়ে দিচ্ছে সাবেক এই পুলিশ প্রধান ও তার সহকর্মীরা। পরে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়।

৪১ বছর বয়সী থিটিসান উথানাপনকে বুধবার দণ্ড দেয় একটি থাই আদালত। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

সন্দেহভাজন জিরাপং থানাপাতকে বাঁচানোর চেষ্টা এবং তার শেষকৃত্যের খরচ বহন করার কথা উল্লেখ করে দণ্ড কমায় আদালত।

ওই জিজ্ঞাসাবাদে জড়িত আরও ছয় কর্মকর্তার মধ্যে পাঁচ জনকে খুনে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। সপ্তম আরেক কর্মকর্তা স্বীকারোক্তি দেওয়ায় তাকে আরও কম দণ্ড দেওয়া হয়েছে।

খুনের শিকার হওয়া ব্যক্তির বাবা বলেন, তিনি ‘রায়ের সময়ে অসহায় বোধ করেছেন এবং আমার স্ত্রী কাঁদছেন’। বুধবার আদালতের বাইরে জাকরিত ক্লান্দি বলেন, ‘সাত কর্মকর্তারই তাদের শিক্ষা পাওয়া এবং তাদের অপরাধের মূল্য পরিশোধ করা উচিত।’

জিজ্ঞাসাবাদের সময় পুলিশি নৃশংসতার ভিডিও গত বছর ছড়িয়ে পড়লে দায়িত্ব ছাড়তে বাধ্য হয় থিটিসান উথানাপন। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। পরে পুলিশের এক সংবাদ সম্মেলনে উথানাপন দাবি করে সন্দেহভাজনের মৃত্যু ছিল একটি দুর্ঘটনা। তার বক্তব্য ছিল, ‘তাকে খুনের উদ্দেশ্য আমার ছিল না...আমি তথ্য পেতে চাইছিলাম যাতে মাদক ব্যবসা ধ্বংস করতে পারি।’ সন্দেহভাজনের কাছে ঘুষ চাওয়ার অভিযোগও অস্বীকার করে সে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!