X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মীদের হোম অফিসের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ১৮:১৯আপডেট : ২৭ জুন ২০২২, ১৮:৪৬

সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। বিশেষ করে দেশটিতে জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহ ধরে কলম্বো ও এর আশপাশের এলাকার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে খাদ্যসামগ্রী, ওষুধ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানি করতে পারছে না কর্তৃপক্ষ।

ব্যাংকিং ইস্যুতে গত সপ্তাহে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী জাহাজে পণ্য লোড না হওয়ায় পরের সপ্তাহেও তেল শ্রীলঙ্কায় পৌঁছাবে না বলেও জানিয়েছিলেন শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা। ফলে তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকাল পর্যন্ত বিলম্ব হবে বলে জানান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে গাড়ি চালকদের কাছে ক্ষমা চেয়েছেন লঙ্কান জ্বালানিমন্ত্রী।

জ্বালানির পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপুল সংখ্যক মানুষ জ্বালানি স্টেশনের বাইরে তাদের গাড়িগুলো সারিবদ্ধভাবে রেখে দিয়েছেন। নতুন করে সরবরাহ শুরু হলে যাতে জ্বালানি নিতে পারেন সেজন্যই এভাবে স্টেশনের বাইরে গাড়ি রেখে দিয়েছেন তারা। পরিস্থিতি মোকাবিলায় সোমবার লাইনে অপেক্ষমাণ মানুষকে টোকেন দিতে দেখা গেছে সেনা সদস্যদের। স্টেশনে পেট্রোল এলেই এর সরবরাহ পাবেন তারা।

সেনা সদস্যদের কাছ থেকে পেট্রোল পাম্পের লাইনে দাঁড়ানোর একটি টোকেন পেয়েছেন ৬৭ বছরের অটোরিকশা চালক ডব্লিউ ডি শেলটন। তার ভাষায়, ‘চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এই কদিন ঠিকমতো ঘুমাতে, এমনকি খেতেও পারিনি। এটা একটা ট্র্যাজেডি। জানি না এর শেষ কোথায়!’ শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মীদের হোম অফিসের পরামর্শ

কলম্বোয় পেট্রোল পাম্পের যে লাইনে দাঁড়িয়েছেন শেলটন, সেখানে তার অবস্থান ২৪তম। অর্থাৎ, আগের ২৩ জন পাওয়ার পরই তাকে পেট্রোল দেওয়া হবে। চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় বাড়িতেও যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে উপার্জন না থাকায় পরিবারের জন্য খাবারও কিনতে পারছেন না এই বয়োবৃদ্ধ ব্যক্তি।

মানুষের চাহিদার বিপরীতে সরকার জ্বালানি কতটা মজুত করতে পারবে সেটিও অনিশ্চয়তার দোলাচলে রয়েছে। যদিও সস্তায় তেল কিনতে এরইমধ্যে মন্ত্রীদের কাতার ও রাশিয়া পাঠানোর কথা জানিয়েছে সরকার।

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়কমন্ত্রী কাঞ্চনা উইজেসেকারা রবিবার (২৬ জুন) জানিয়েছেন, দেশটিতে এখন প্রায় ৯ হাজার টন ডিজেল মজুত রয়েছে। আর পেট্রোলের মজুত ছয় হাজার টন।

রবিবার সরকারি সূত্র জানিয়েছে, দেশে মাত্র দুই দিন ব্যবহারের উপযোগী জ্বালানি অবশিষ্ট রয়েছে। ফলে কর্তৃপক্ষ এটি জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে চাইছে। সেক্ষেত্রে গণপরিবহন, বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্যসেবা, বন্দর, বিমানবন্দরের মতো অতি জরুরি খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এই অগ্রাধিকার খাতগুলোতেও কত দিন জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে সেটির উত্তর জানা নেই কর্তৃপক্ষের।

সরকার এখন বিদেশি সাহায্যের ওপর ভরসা করে আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৩০০ কোটি ডলারের একটি বেইলআউট প্যাকেজ নিয়ে আশাবাদী হলেও তাৎক্ষণিকভাবে এর কিছুটাও পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। কলম্বোতে নিযুক্ত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি এবং স্টেট বিভাগের একটি প্রতিনিধি দল ‘লঙ্কানদের সহায়তার জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলো অনুসন্ধানের’ বিষয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কা পৌঁছেছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
শ্রীলঙ্কায় ন্যূনতম মজুরি ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি